১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল-৬ আসনে পৌর মেয়রসহ দুজনকে নির্বাচন অনুসন্ধান কমিটির নোটিশ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
  • / ৩২০ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥  বরিশাল-৬ আসনে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজনকে নোটিশ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার।

রোববার (৩১ ডিসেম্বর) বরিশাল-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মাহাদী হাসান এ নোটিশ দেন।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বাকেরগঞ্জের কলসকাঠীতে এক উঠান বৈঠকে প্রতিপক্ষ নৌকা সমর্থকদের ৫ মিনিটও মাঠে টিকতে দেবেন না, এমন বক্তব্য দেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া।

আর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার বরিশাল-৬ আসনের নৌকার প্রার্থী মো. হাফিজ মল্লিক ভিডিওসহ এ সংক্রান্ত একটি অভিযোগ দেন সংশ্লিষ্ট দপ্তরে। ওই অভিযোগের প্রেক্ষিতে লোকমান হোসেন ডাকুয়া’র বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে মর্মে আগামী ৩ জানুয়ারী দুপুর ১২টায় স্বশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের কথা শুনেছেন, তবে হাতে এখনও পাননি বলে জানিয়েছেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া।

অন্যদিকে এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু গত ২৮ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।

যেখানে তিনি উল্লেখ করেন গত ২৬ ডিসেম্বর নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে নির্বাচনী কর্মিসভায় কামাল হোসেন তালুকদার তার ইউনিয়নের ট্রাক প্রতীকের কোনো অফিস রাখতে দেবেন না বলে হুমকি দেন। অভিযোগের সঙ্গে ভিডিও ফুটেজও দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু। এর প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। যেখানে মো. কামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে মর্মে আগামী ৩ জানুয়ারি বেলা ১১ টায় স্বশরীরের হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশাল-৬ আসনে পৌর মেয়রসহ দুজনকে নির্বাচন অনুসন্ধান কমিটির নোটিশ

আপডেট সময় : ০৭:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪

বার্তা ডেস্ক ॥  বরিশাল-৬ আসনে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজনকে নোটিশ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এরা হলেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদার।

রোববার (৩১ ডিসেম্বর) বরিশাল-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মাহাদী হাসান এ নোটিশ দেন।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বাকেরগঞ্জের কলসকাঠীতে এক উঠান বৈঠকে প্রতিপক্ষ নৌকা সমর্থকদের ৫ মিনিটও মাঠে টিকতে দেবেন না, এমন বক্তব্য দেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া।

আর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার বরিশাল-৬ আসনের নৌকার প্রার্থী মো. হাফিজ মল্লিক ভিডিওসহ এ সংক্রান্ত একটি অভিযোগ দেন সংশ্লিষ্ট দপ্তরে। ওই অভিযোগের প্রেক্ষিতে লোকমান হোসেন ডাকুয়া’র বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না সে মর্মে আগামী ৩ জানুয়ারী দুপুর ১২টায় স্বশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশের কথা শুনেছেন, তবে হাতে এখনও পাননি বলে জানিয়েছেন বাকেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া।

অন্যদিকে এ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামসুল আলম চুন্নু গত ২৮ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. কামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।

যেখানে তিনি উল্লেখ করেন গত ২৬ ডিসেম্বর নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে নির্বাচনী কর্মিসভায় কামাল হোসেন তালুকদার তার ইউনিয়নের ট্রাক প্রতীকের কোনো অফিস রাখতে দেবেন না বলে হুমকি দেন। অভিযোগের সঙ্গে ভিডিও ফুটেজও দাখিল করেন স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু। এর প্রেক্ষিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। যেখানে মো. কামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে মর্মে আগামী ৩ জানুয়ারি বেলা ১১ টায় স্বশরীরের হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।