০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ঈদ ই মিলাদুন নবী (সাঃ) পালিত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / ৬৯ বার পড়া হয়েছে

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে পবিত্র ঈদ ই মিলাদুন-নবী (সাঃ) পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বরিশালের মুরুব্বীয়ানে দ্বীন জামে স্টিমারঘাট মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা শরফুদ্দিন বেগ ছাহেবের সভাপতিত্বে এ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ের কেরামগন ওয়াজ নসিহত করেন।
পবিত্র ঈদ ই মিলদুন নবী (সাঃ) উপলক্ষে রোববার মাগরিব থেকে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও দরুদ পাঠের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মুসুল্লি পবিত্র সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে মসজিদে মসজিদে এবাদত বন্দেগীতে অংশ নেন।

এদিকে পবিত্র ঈদ ই মিলাদুন নবী(সাঃ) উপলক্ষে দেশের বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় বিশ্ব জাঁকের মঞ্জিলে। রোববার মাগরিব নামাজ থেকে এ দরবার শরিফে এবাদত বন্দেগীতে কয়েক লাখ মুসুল্লি অংশ নেন। সারা দেশ থেকে বাস ও লঞ্চ কাফেলা নিয়ে এ দরবার শরিফে উপস্থিত হওয়া জাকেরান ও আশেকানবৃন্দ মাগরিব নামাজ আদায়ন্তে দুই রাকাত করে ৬ রাকাত নফল নামাজ আদায় সহ দোয়া মোনাজাতে অংশ নেন। পরে ফাতেহা শরিফ পাঠন্তে আরো একবার দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দরবার শরিফে মিলাদ জিকির এবং নবী করিম (সাঃ)-এর জীবনী নিয়ে আলোচনা ছাড়াও দেশের বিশিষ্ট ওলামারে কেরামগন ওয়াজ করেন। বাদ এশা ৫শ বার দরুদ শরিফ পাঠন্তে নবী করিম (সাঃ)এর ওপর বখশিয়া দেয় হয়।

বিশ্বজাকের মঞ্জিলে রাত ৩টায় রহমতের সময় থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও জিকির শেষে জামাতের সাথে ফজর নামাজ আদায়ন্তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে খতম শরিফ পাঠ করেন বিশ্ব জাঁকের মঞ্জিলে সমবেত জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন। পরবর্তীতে পুনরায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরিফ ও ফাতেহা শরিফ পাঠন্তে বিশ্ব জাঁকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওয়াজা শরিফ জিয়ারতে অংশ নেন লক্ষ লক্ষ জাকেরান ও আশেকানবৃন্দ।
রোববার দিনভরই বিশ্ব জাঁকের মঞ্জিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও জিকির ছাড়াও নবীজী (সাঃ)এর জীবন ব্যবস্থা নিয়ে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হচ্ছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ঈদ ই মিলাদুন নবী (সাঃ) পালিত

আপডেট সময় : ০৯:০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে পবিত্র ঈদ ই মিলাদুন-নবী (সাঃ) পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালের ঐতিহ্যবাহী চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বরিশালের মুরুব্বীয়ানে দ্বীন জামে স্টিমারঘাট মসজিদের খতিব আলহাজ হজরত মাওলানা শরফুদ্দিন বেগ ছাহেবের সভাপতিত্বে এ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ের কেরামগন ওয়াজ নসিহত করেন।
পবিত্র ঈদ ই মিলদুন নবী (সাঃ) উপলক্ষে রোববার মাগরিব থেকে বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও দরুদ পাঠের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক মুসুল্লি পবিত্র সিরাতুন নবী (সাঃ) উপলক্ষে মসজিদে মসজিদে এবাদত বন্দেগীতে অংশ নেন।

এদিকে পবিত্র ঈদ ই মিলাদুন নবী(সাঃ) উপলক্ষে দেশের বৃহৎ ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় বিশ্ব জাঁকের মঞ্জিলে। রোববার মাগরিব নামাজ থেকে এ দরবার শরিফে এবাদত বন্দেগীতে কয়েক লাখ মুসুল্লি অংশ নেন। সারা দেশ থেকে বাস ও লঞ্চ কাফেলা নিয়ে এ দরবার শরিফে উপস্থিত হওয়া জাকেরান ও আশেকানবৃন্দ মাগরিব নামাজ আদায়ন্তে দুই রাকাত করে ৬ রাকাত নফল নামাজ আদায় সহ দোয়া মোনাজাতে অংশ নেন। পরে ফাতেহা শরিফ পাঠন্তে আরো একবার দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এ দরবার শরিফে মিলাদ জিকির এবং নবী করিম (সাঃ)-এর জীবনী নিয়ে আলোচনা ছাড়াও দেশের বিশিষ্ট ওলামারে কেরামগন ওয়াজ করেন। বাদ এশা ৫শ বার দরুদ শরিফ পাঠন্তে নবী করিম (সাঃ)এর ওপর বখশিয়া দেয় হয়।

বিশ্বজাকের মঞ্জিলে রাত ৩টায় রহমতের সময় থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও জিকির শেষে জামাতের সাথে ফজর নামাজ আদায়ন্তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে খতম শরিফ পাঠ করেন বিশ্ব জাঁকের মঞ্জিলে সমবেত জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানগন। পরবর্তীতে পুনরায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরিফ ও ফাতেহা শরিফ পাঠন্তে বিশ্ব জাঁকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওয়াজা শরিফ জিয়ারতে অংশ নেন লক্ষ লক্ষ জাকেরান ও আশেকানবৃন্দ।
রোববার দিনভরই বিশ্ব জাঁকের মঞ্জিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও জিকির ছাড়াও নবীজী (সাঃ)এর জীবন ব্যবস্থা নিয়ে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হচ্ছে।