১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিবাদ করায় স্বজন-শিক্ষার্থীকে মারধর

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ২৩১ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় নিহতের স্বজন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মারধর করেছেন আনসার সদস্য ও চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

হাসপাতাল পরিচালক ড. এইচএম সাইফুল ইসলাম অভিযোগ গ্রহণ করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগ পাওয়া কথা স্বীকার করেছেন পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি বলেন, বিকাল তিনটার দিকে লিখিত অভিযোগ পেয়েছি। সাপ্তাহিক ছুটির শেষ দিন হওয়ায় কেউ ছিলো না। তাই শিক্ষার্থীদের বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছে।

তিনি আরও বলেন, পরে মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, উজিরপুর উপজেলার হস্তিশুন্ডু গ্রামের মো. জালালের স্ত্রী রিজিয়া বেগমকে মেডিসিন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে গ্রহণ করে চিকিৎসা দেয়নি। এতে তার মৃত্যু হয়। তখন রোগীর একজন স্বজন প্রতিবাদ করলে আনসার সদস্যরা তাকে মারধর করে এবং মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলে। ঘটনার সময় ওই ওয়ার্ডে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু প্রতিবাদ করেন। তখন চিকিৎসকরা তাকেও মারধর করে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

প্রতিবাদ করায় স্বজন-শিক্ষার্থীকে মারধর

বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

বার্তা ডেস্ক ॥ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের অবহেলায় এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় নিহতের স্বজন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীকে মারধর করেছেন আনসার সদস্য ও চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ঘটনার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

হাসপাতাল পরিচালক ড. এইচএম সাইফুল ইসলাম অভিযোগ গ্রহণ করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযোগ পাওয়া কথা স্বীকার করেছেন পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। তিনি বলেন, বিকাল তিনটার দিকে লিখিত অভিযোগ পেয়েছি। সাপ্তাহিক ছুটির শেষ দিন হওয়ায় কেউ ছিলো না। তাই শিক্ষার্থীদের বলা হয়েছে তিন কার্যদিবসের মধ্যে ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হয়েছে।

তিনি আরও বলেন, পরে মরদেহ পাঠিয়ে দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, উজিরপুর উপজেলার হস্তিশুন্ডু গ্রামের মো. জালালের স্ত্রী রিজিয়া বেগমকে মেডিসিন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে গ্রহণ করে চিকিৎসা দেয়নি। এতে তার মৃত্যু হয়। তখন রোগীর একজন স্বজন প্রতিবাদ করলে আনসার সদস্যরা তাকে মারধর করে এবং মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলে। ঘটনার সময় ওই ওয়ার্ডে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু প্রতিবাদ করেন। তখন চিকিৎসকরা তাকেও মারধর করে।