বরিশাল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

- আপডেট সময় : ০৪:৫৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ১৫ বার পড়া হয়েছে

ভারতের আগরতলার ত্রিপুরার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় মিছিলটি বরিশাল-ভোলা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে।
সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাস থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করে। পরে মিছিলটি ভিসি গেট দিয়ে বের হয়ে বরিশাল-ভোলা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশ করে তারা। এসময় তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়।
এদিকে, একই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ বের করেন। এ সময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে পুনরায় রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে মিলিত হয়।
এসময় শিক্ষার্থীরা- ‘গোলামী না আজাদী, আজাদী আজাদী’; ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’; ‘হাইকমিশনে/আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘আমরা কি চাই, আজাদী আজাদী’; ‘একশন একশন, ডাইরেক্ট একশন’ ইত্যাদি স্লোগান দেয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের কূটনীতিক সম্পর্ক থাকবে, প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক থাকবে। কিন্তু কোন ভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না। ভারতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনে হামলার জন্য অবশ্যই ভারতকে ক্ষমা চাইতে হবে।
এছাড়া, ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীরা। আর বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)তে।