বরিশাল বিভাগে নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক ও ক্লিনিকের সংখ্যা প্রায় ১০০

- আপডেট সময় : ১২:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৯৩ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগের ছয় জেলায় এক হাজার ৯৯টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক রয়েছে, যার মধ্যে নিবন্ধনবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের সংখ্যা ৪৮। আর নিবন্ধনের মেয়াদ শেষ হলেও নবায়ন করেনি আরো ৪৮টি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিভাগের আইন অনুসারে নিবন্ধন নবায়ন না করলে ওই প্রতিষ্ঠানগুলো নিবন্ধনহীন বলে গণ্য করা হয়। বিভাগে মানুষের স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত ৯৬টি প্রতিষ্ঠান অবৈধভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তবে স্বাস্থ্য বিভাগ বরগুনার ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে অবৈধভাবে চলা এই প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, বরগুনা জেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১২৬। এর মধ্যে ১৮টি নিবন্ধনবিহীন।তা বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি কাজী মফিজুল ইসলাম কামাল বলেন, ‘অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কারণে আমরা ব্যবসা নিয়ে বেশি ঝামেলায় রয়েছি।’
বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, ‘জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আমরা অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো সম্পর্কে চিঠি দিয়েছি বন্ধ করার জন্য। তারা যখন অভিযান পরিচালনা করবেন তখন আমাদের অবহিত করবেন। আমরা সঙ্গে থেকে এগুলোকে বন্ধ করার জন্য ব্যবস্থা নেব।’
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘অনিবন্ধিত ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনদের চিঠি দেওয়া হয়েছে। তাঁরা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।’ তিনি বলেন, ‘অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো নিবন্ধনভুক্ত। অথচ প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের নবায়ন করা হচ্ছে না। নিবন্ধন ছাড়া এসব প্রতিষ্ঠান পরিচালনার কোনো সুযোগ নেই।’