০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০১:৩৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ১৩৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির নলছিটিতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে চালকসহ ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুর ১২টার টার দিকে জেলার নলছিটি উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাসের সঙ্গে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে আহতদের বরিশাল ফায়ার সার্ভিস, নলছিটি থানা পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পর আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ট্যাগস :
বাংলা নিউজ