বরিশাল নথুল্লাবাদে গুলিবিদ্ধ বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রেদোয়ান

- আপডেট সময় : ০১:১৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / ১৮৩ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদোয়ানউল ইসলাম। রেদোয়ান ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী । বরিশাল শহরের নথুল্লাবাদ এলাকায় আন্দোলনকারী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এ ঘটনা ঘটে।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে চারটায় গুলিবিদ্ধ হন রেদোয়ান। রোদোয়ান নথুল্লাবাদ এলাকায় বিএম কলেজের বন্ধুদের সঙ্গে কোটা আন্দোলন করছিলেন।
কোটা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শটগান নিক্ষেপ করে। পুলিশের ছোড়া শটগানের শোল রেদোয়ানের ঘাড়ে লাগে। পরে আহত অবস্থায় তাকে ইসলামিয়া হসপিটালে ভর্তি করা হয়। সহপাঠী সূত্রে জানা যায়, রেদোয়ানের অবস্থা এখন ভালো।
রেয়োয়ানের সহপাঠী বাসুদেব কর্মকার বলেন, আমাদের যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন গুলি চালাবে? পুলিশের ছোড়া গুলিতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে রেদোয়ান। এমন অন্যায় হামলায় আমরা যথাযথ বিচার চাই।