বরিশাল নগরীর প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

- আপডেট সময় : ০৩:৩০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
- / ১৪০ বার পড়া হয়েছে

নগরীর ৬ নম্বর ওয়ার্ডের গগনগলি এলাকার মৎস্য শ্রমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা বিদ্যালয় থেকে তিনটি ল্যাপটপ, চারটি ফ্যান, সাউন্ডবক্স, রাউটার, স্কুলের প্রয়োজনীয় মূল্যবান মালামাল চুরি করে নিয়েছে।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, চুরির ঘটনায় স্কুলের প্রধানশিক্ষক থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক রাশেদা জামান বলেন, বুধবার পাঠদান শেষে বিদ্যালয়ের ভবন তালাবদ্ধ করে শিক্ষক-শিক্ষার্থীরা যার যার বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সকালে এক অভিভাবক দেখতে পান বিদ্যালয়ের কক্ষের দরজা ও তালা ভাঙা। তাৎক্ষনিক তিনি বিষয়টি আমাকে ফোন দিয়ে অবহিত করেন। পরবর্তীতে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সংঘবদ্ধ চোরেরা উল্লিখিত মালামাল চুরি করে নিয়েছে।