বরিশাল নগরীর অটোষ্টান্ড দখলকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষ,আহত ১৫

- আপডেট সময় : ০৩:৪৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর কাউনিয়া বাশের হাটখোলা অটোষ্টান্ড দখল ও চাদাঁ উত্তোলন’কে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানাগেছে।
সোমবার (১৮ নভেম্বর) কাউনিয়া পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনা স্থানে এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে নগরীর কাউনিয়া পানির ট্যাংক কোয়াটার সংলগ্ন এলাকার বাসীন্দা ও বরিশাল জেলা যুবদল ক্রিয়া সম্পাদক পরিচয় দেওয়া রাজিব হোসেন সাগর (৩৮) জানান- অটো ষ্টান দখলে বাধাঁ দেয়াত সোমবার মাগরিবের নামাজের পরে কাউনিয়া বিসিক রোড এলাকার আবু হানিফ সুমন ( পিচ্চি সুমন), মনসা বাড়ি গলির বাসীন্দা শুভ ওরফে নগেন শুভ, তাদের দুই ভাই রাহাত ও রাব্বি, স্থানীয় জাহিদ ও জয় সহ প্রায় ৫০/৬০ জন সন্ত্রাসী আমার পরিবারের উপর ধারালো অস্ত্র, পিস্তল ও লাঠিসোটা দিয়ে অতর্কৃত ভাবে হামলা করেন এতে আমি সহ প্রায় ১০/১৫ জন আহত হয়েছি। দুইজনে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।
আহতরা হলেন- মৃত সোবাহান মৃর্ধার ছেলে মনির মৃর্ধা, মৃত এসকান্দার আলী হাওলাদারের ছেলে হুমায়ন কবির, মোনসেফে’র স্ত্রী খাদিজা বেগম, ও নূর মোহাম্মদের ছেলে মিজান ফকির।
এবিষয়ে কাউনিয়া থানার এএসআই মো: মিজান বরিশাল সংবাকে জানান, খবর পেয়ে তৎখনাত আমাদের টিম ঘটনাস্থানে এসে পরিবেশ নিয়ান্ত্রনে আনি। তবে পুরো ঘটনা শুনে আইনী ব্যাবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সংঘর্ষের ঘটনায় রাজিব হোসেন সাগর একটি মামলাদ্বায়ে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানাযায়।