বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের সাথে সেনাবাহিনীর এড়িয়া কমান্ডারের মতবিনিময়

- আপডেট সময় : ০১:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৯২ বার পড়া হয়েছে

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের সাথে সেনাবাহিনীর এড়িয়া কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ আগষ্ট) দুপুরে এয়ারপোর্ট থানায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সেনাবাহিনীর ৭ নং পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বরিশালের এড়িয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা, আরসিডিএস, এনডিসি, পিএসসি।
সভায় তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলে তাদের মনোভাব এবং দাবী দাওয়া জানতে চান। তখন পুলিশ সদস্যরা তাদের মনোকষ্টের কথা এবং কেন্দ্রীয় ১১ দফা দাবীর কথা তুলে ধরেন।
মেজর জেনারেল পুলিশের দাবী বাস্তবায়নে তার সাধ্যমতো চেষ্টা করার প্রতিশ্রুতি প্রদান করেন। সেইসাথে দেশের এই ক্লান্তিকালে পুলিশকে দেশবাসির পাশে দাড়ানোর জন্য অনুরোধ জানান। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে, পুলিশের সাথে সেনাবাহিনী আছে এবং থাকবে।এসময় তিনি আরও বলেন পুলিশদের এমন কোন কাজ করা ঠিক হবেনা যে তার দায়ভার আবার পুলিশকে নিতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, পিএসসি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, রেঞ্জ ডিআইজি ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, র্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল আল আমিন, পিএসসি, ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।