১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ১৮ মাসের শিশু ও তার বাবা-মায়ের ওপর অ্যাসিড নিক্ষেপ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
  • / ২৮০ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের ছোঁড়া অ্যাসিড জাতীয় তরল পদার্থে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে ১৮ মাসের এক কন্যাশিশুর। সেইসাথে তার মা ও বাবা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। ধার নেওয়া টাকা ফেরত চাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারটি। শনিবার দুপুরে মেট্রোপলিটনের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান মুকুল জানান, অ্যাসিড সন্ত্রাসের শিকার পরিবারের তিন সদস্যকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার চর নেহালগঞ্জ এলাকার রশিদ হাওলাদারের বাড়িতে অ্যাসিড সন্ত্রাসের ওই ঘটনা ঘটেছে। অ্যাসিড জাতীয় তরল পদার্থে মুখমন্ডল ঝলসে যাওয়া রশিদ হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জানান, প্রতিবেশী ফিরোজ ও মিরাজদের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ রয়েছে। এ ছাড়া কয়েক বছর আগে এক লাখ টাকা ধার নেয় ফিরোজ ও মিরাজ। পাওনা টাই চাইতে গেলে বিভিন্ন সময় তারা নানান তালবাহানা ও হুমকি-ধামকি দিয়ে আসছিলো। রিয়াজ বলেন, ঘটনার সময় শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে বিছানায় আমি ও আমার স্ত্রী খাদিজা বেগম এবং ১৮ মাসের শিশু সন্তান জান্নাত বিছানার ওপর শোয়া ছিলাম। হঠাৎ করে বসতঘরের জানাল দিয়ে তরল জাতীয় অ্যাডিস নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তাদের ছোঁড়া অ্যাসিডে আমার স্ত্রীর শরীরের পেছনের অংশ, শিশু জান্নাত ও আমার মুখমন্ডলসহ বেশ কিছু অংশ ঝলসে ফোসকা পরে যায়। পরে স্থানীয়রা আমাদের রাতেই হাসপাতালে ভর্তি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপন করেছে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে ১৮ মাসের শিশু ও তার বাবা-মায়ের ওপর অ্যাসিড নিক্ষেপ

আপডেট সময় : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪

দুর্বৃত্তদের ছোঁড়া অ্যাসিড জাতীয় তরল পদার্থে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে ১৮ মাসের এক কন্যাশিশুর। সেইসাথে তার মা ও বাবা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। ধার নেওয়া টাকা ফেরত চাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারটি। শনিবার দুপুরে মেট্রোপলিটনের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান মুকুল জানান, অ্যাসিড সন্ত্রাসের শিকার পরিবারের তিন সদস্যকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার চর নেহালগঞ্জ এলাকার রশিদ হাওলাদারের বাড়িতে অ্যাসিড সন্ত্রাসের ওই ঘটনা ঘটেছে। অ্যাসিড জাতীয় তরল পদার্থে মুখমন্ডল ঝলসে যাওয়া রশিদ হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার জানান, প্রতিবেশী ফিরোজ ও মিরাজদের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ রয়েছে। এ ছাড়া কয়েক বছর আগে এক লাখ টাকা ধার নেয় ফিরোজ ও মিরাজ। পাওনা টাই চাইতে গেলে বিভিন্ন সময় তারা নানান তালবাহানা ও হুমকি-ধামকি দিয়ে আসছিলো। রিয়াজ বলেন, ঘটনার সময় শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে বিছানায় আমি ও আমার স্ত্রী খাদিজা বেগম এবং ১৮ মাসের শিশু সন্তান জান্নাত বিছানার ওপর শোয়া ছিলাম। হঠাৎ করে বসতঘরের জানাল দিয়ে তরল জাতীয় অ্যাডিস নিক্ষেপ করে দুর্বৃত্তরা। তাদের ছোঁড়া অ্যাসিডে আমার স্ত্রীর শরীরের পেছনের অংশ, শিশু জান্নাত ও আমার মুখমন্ডলসহ বেশ কিছু অংশ ঝলসে ফোসকা পরে যায়। পরে স্থানীয়রা আমাদের রাতেই হাসপাতালে ভর্তি করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপন করেছে।