০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে হত্যা মামলার ৫ আসামী আটক

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • / ৪৩২ বার পড়া হয়েছে

বিএমপি কাউনিয়া থানার অভিযানে হত্যা মামলার ০৫ জন আসামী আটক করা হয়েছে।  গত ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯টায় বন্দর থানাধীন লাহারহাট নামক বাজারে এসআই শাহজালাল মল্লিক, এসআই এনামুল হক, এএসআই মাসুম বিল্লাহ,এবং এসআই মিজানুর রহমাননের বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ আল-আমিন (৩৩),পিতা-মানিক ফরাজী, সাং-রাঢ়ী মহল, থানা-কাউনিয়া,জেলা-বরিশাল কে আটক করেন।

পরবর্তীতে মামলার সাথে জড়িত অভিযুক্ত ০২) মুরাদ (২০),পিতা-মৃত সেকেন্দার রাঢ়ী,সাং-সাপানিয়া,থানা-কাউনিয়া, জেলা- বরিশাল, ০৩) আরিফুল ইসলাম সাব্বির (২০),পিতা-মোঃ জলিল হাওলাদার,সাং- সাপানিয়া, থানা-কাউনিয়া, ০৪) রাসিব (২৯),পিতা-মৃত শাহআলম,সাং-রাঢ়ী মহল, জেলা-বরিশাল কাউনিয়া থানাধীন তাদের নিজ বাড়ি থেকে এবং ০৫) জাহাঙ্গীর হোসেন (৪৫),পিতা-মৃত আব্দুর রসিদ,সাং-দিঙ্গা মানিক,থানা কোতোয়ালি,জেলা- বরিশালকে কোতোয়ালি থানাধীন তালতলী বাজারে তার নিজ গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গ্রেফতারকৃত ০৫ জন আসামির মধ্যে আরিফুল ইসলাম সাব্বির ব্যতীত ০৪ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া আসামি জাহাঙ্গীর হোসেনের গ্যারেজ থেকে মৃত-হিরণ হাওলাদারের হলুদ অটোগাড়ি উদ্ধার করে জব্দ করা হয় বলে জানাযায়।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে হত্যা মামলার ৫ আসামী আটক

আপডেট সময় : ০৪:০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বিএমপি কাউনিয়া থানার অভিযানে হত্যা মামলার ০৫ জন আসামী আটক করা হয়েছে।  গত ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯টায় বন্দর থানাধীন লাহারহাট নামক বাজারে এসআই শাহজালাল মল্লিক, এসআই এনামুল হক, এএসআই মাসুম বিল্লাহ,এবং এসআই মিজানুর রহমাননের বিশেষ অভিযান পরিচালনা করেন।

এসময় হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ আল-আমিন (৩৩),পিতা-মানিক ফরাজী, সাং-রাঢ়ী মহল, থানা-কাউনিয়া,জেলা-বরিশাল কে আটক করেন।

পরবর্তীতে মামলার সাথে জড়িত অভিযুক্ত ০২) মুরাদ (২০),পিতা-মৃত সেকেন্দার রাঢ়ী,সাং-সাপানিয়া,থানা-কাউনিয়া, জেলা- বরিশাল, ০৩) আরিফুল ইসলাম সাব্বির (২০),পিতা-মোঃ জলিল হাওলাদার,সাং- সাপানিয়া, থানা-কাউনিয়া, ০৪) রাসিব (২৯),পিতা-মৃত শাহআলম,সাং-রাঢ়ী মহল, জেলা-বরিশাল কাউনিয়া থানাধীন তাদের নিজ বাড়ি থেকে এবং ০৫) জাহাঙ্গীর হোসেন (৪৫),পিতা-মৃত আব্দুর রসিদ,সাং-দিঙ্গা মানিক,থানা কোতোয়ালি,জেলা- বরিশালকে কোতোয়ালি থানাধীন তালতলী বাজারে তার নিজ গ্যারেজ থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গ্রেফতারকৃত ০৫ জন আসামির মধ্যে আরিফুল ইসলাম সাব্বির ব্যতীত ০৪ জন আসামি বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এছাড়া আসামি জাহাঙ্গীর হোসেনের গ্যারেজ থেকে মৃত-হিরণ হাওলাদারের হলুদ অটোগাড়ি উদ্ধার করে জব্দ করা হয় বলে জানাযায়।