০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আড়াইশ’ জনের নামে মামলা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে

গত ২০১৪ সালে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র দখল, বোমার বিস্ফোরণ ঘটানো, ব্যালটে সিল জালিয়াতিসহ নৈরাজ্যে সৃষ্টির ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং রিটানিং কর্মকর্তাসহ আড়াইশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানায় মামলা করেন ওই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থক মনিরুজ্জামান জামাল।

মামলার বিষয়টি মঙ্গলবার (১ অক্টোবর) জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার চাচাতো ভাই ও বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আক্তার হোসেন আকেজ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুয়াল হোসেন অরুণ ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বর্তমানে কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা মো. দুলাল তালুকদারের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।

মামলার বাদী মনিরুজ্জামান জামাল অভিযোগ করেন, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চাচাতো বাই সাইদুর রহমান রিন্টু। তাই অবৈধ প্রভাব বিস্তার করে নির্বাচনী এলাকায় নৈরাজ্য সৃষ্টি করেন তিনি। তারা বিএনপি মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যা-জখমের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেন। পরে উপজেলায় রিন্টুর প্রতিটি নির্বাচনী অফিসে আগুন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে তাদের কারাগারে পাঠিয়ে ভোট ডাকাতি করেন।

ভোটের আগে যে ভোটারের জানাজা নামাজ আদায় করেন প্রার্থী রিন্টু, সেই ভোটারের ভোট কেন্দ্রে শতভাগ ভোটগ্রহণ দেখানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদারের সঙ্গে সভা করে ৩০টি কেন্দ্রে বোমা ও অস্ত্রের ব্যবহার করে ব্যালটে সিল দিয়ে বাক্স ভর্তি করেছেন।

দেশে মামলা করার পরিবেশ না থাকায় এতদিন মামলা করা হয়নি। বর্তমানে আইনের শাসন ও জীবনের নিশ্চয়তা থাকায় ন্যায়বিচার পেতে মামলা করা হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আড়াইশ’ জনের নামে মামলা

আপডেট সময় : ০৬:০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

গত ২০১৪ সালে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্র দখল, বোমার বিস্ফোরণ ঘটানো, ব্যালটে সিল জালিয়াতিসহ নৈরাজ্যে সৃষ্টির ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং রিটানিং কর্মকর্তাসহ আড়াইশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানায় মামলা করেন ওই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর সমর্থক মনিরুজ্জামান জামাল।

মামলার বিষয়টি মঙ্গলবার (১ অক্টোবর) জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। তিনি বলেন, একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার চাচাতো ভাই ও বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আক্তার হোসেন আকেজ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবুয়াল হোসেন অরুণ ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং বর্তমানে কুমিল্লার আঞ্চলিক কর্মকর্তা মো. দুলাল তালুকদারের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২৫০ জনকে।

মামলার বাদী মনিরুজ্জামান জামাল অভিযোগ করেন, ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চাচাতো বাই সাইদুর রহমান রিন্টু। তাই অবৈধ প্রভাব বিস্তার করে নির্বাচনী এলাকায় নৈরাজ্য সৃষ্টি করেন তিনি। তারা বিএনপি মনোনীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান প্রার্থীকে হত্যা-জখমের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেন। পরে উপজেলায় রিন্টুর প্রতিটি নির্বাচনী অফিসে আগুন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে তাদের কারাগারে পাঠিয়ে ভোট ডাকাতি করেন।

ভোটের আগে যে ভোটারের জানাজা নামাজ আদায় করেন প্রার্থী রিন্টু, সেই ভোটারের ভোট কেন্দ্রে শতভাগ ভোটগ্রহণ দেখানো হয়েছে। রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদারের সঙ্গে সভা করে ৩০টি কেন্দ্রে বোমা ও অস্ত্রের ব্যবহার করে ব্যালটে সিল দিয়ে বাক্স ভর্তি করেছেন।

দেশে মামলা করার পরিবেশ না থাকায় এতদিন মামলা করা হয়নি। বর্তমানে আইনের শাসন ও জীবনের নিশ্চয়তা থাকায় ন্যায়বিচার পেতে মামলা করা হয়েছে বলে বাদী এজাহারে উল্লেখ করেন।