বরিশালে যাবজ্জীবন সাজার আসামি রায় ঘোষণার ২৩ বছর পর গ্রেপ্তার

- আপডেট সময় : ০৫:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
- / ২৭৫ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আসমান খান নামে এক ব্যক্তিকে হত্যায় যাবজ্জীবন সাজার পলাতক আসামিকে রায় ঘোষণার ২৩ বছর পর গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকালে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কমান্ডার মেজর মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে পটুয়াখালীর প্রত্যন্ত দ্বীপ রাঙাবালী উপজেলার বড় বাইশদা এলাকা থেকে বিকাল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মৃত গিয়াস খানের ছেলে।
কমান্ডার মেজর মাসুদ রানা জানান, পূর্ব শত্রুতার জেরে ১৯৯৭ সালের অক্টোবরে প্রতিবেশী আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে আত্মগোপনে চলে যান আনোয়ার হোসেন খান।
২০০১ সালে বরিশালের একটি আদালত আসামি আনোয়ার হোসেন খানকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেয়।
র্যাব জানায়, গত ২৭ বছর ধরে কৌশলে বিভিন্ন স্থানে পালিয়েছিলেন আনোয়ার হোসেন।
তাকে গ্রেপ্তারের জন্য বাকেরগঞ্জ থানা র্যাব-৮ এর কাছে পত্র দেয়। র্যাব বিষয়টি গুরুত্ব দিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে পটুয়াখালীর প্রত্যন্ত দ্বীপ রাঙাবালী উপজেলার বড় বাইশদা এলাকায় অভিযান চালায়।
আসামিকে বাকেরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানিয়েছেন।