বরিশালে মেট্রোপলিটেনের চার থানার কার্যক্রম শুরু : চলছে পুলিশের টহল

- আপডেট সময় : ০৩:১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে

বরিশাল মেট্রোপলিটনের (বিএমপি) চার থানার কার্যক্রম আনুষ্ঠনিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) মেট্রোপলিটন পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত থেকে থানাগুলোর কার্যক্রম শুরু করেন। তবে এর আগে মেট্রোপলিটনের চার থানায় কার্যক্রম বন্ধ থাকলেও পুলিশ থানাতেই ছিলো বলে জানা গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারনে সারাদেশের মত বরিশালে থানাগুলোতে হামলা না হলেও শেখ হাসিনা পদত্যাগের পর নিরাপত্তাসহ নানা দাবীতে পুলিশ তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির আহবানের পর তারা আবারো কর্মস্থলে ফিরতে শুরু করেন।
বরিশাল মেট্রোপলিটনের চার থানায় রোববার (১১ আগষ্ট) সকল পুলিশ সদস্যরা যোগদান করেন। তাই সোমবার মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মোঃ শওকত আলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সকল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার প্রতি আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভুঞা,বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুল করিম, ও মোঃ ফারুক হোসেন, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মো: সরওয়ার হোসেন, কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার নাফিছুর রহমান, বন্দর থানার সহকারী পুলিশ কমিশনার প্রণয় রায় সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভুঞা জানান, পুলিশ তার যস্বাভাবিক সকল কার্যক্রম শুরু করেছে। থানায় জিডি, মামলাসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও বিজিবির সাথে যৌথভাবে মোবাইল ডিউটিও শুরু করেছে পুলিশ।