১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিল পুলিশ কমিশনার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
  • / ২৩০ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥  বরিশালে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম। সোমবার (১৮ ডিসেম্বর) বিএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

পুলিশ কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, মোঃ আলী আশরাফ ভুঞা, এস এম তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের ও বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লাসহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ।

সভাপতি বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্য ই আমরা লাল-সবুজ পতাকার একটি স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশ পুলিশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। পাকিস্তানি বাহিনী ২৫ শে মার্চ কালরাত্রে “অপারেশন সার্চলাইট ” নামে ঢাকার নিরিহ মানুষদের ওপর যখন হত্যাযজ্ঞ চালায় তখন রাজারবাগের পুলিশ সদস্যরাই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।

এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আপনাদের সরাসরি দেখে সম্মান জানিয়ে আমরা আরও গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই। তাঁদের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার (অবঃ) মাহাবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের মধ্য থেকে কয়েকজন মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিল পুলিশ কমিশনার

আপডেট সময় : ০৭:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

বার্তা ডেস্ক ॥  বরিশালে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম। সোমবার (১৮ ডিসেম্বর) বিএমপি’র সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

পুলিশ কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, মোঃ আলী আশরাফ ভুঞা, এস এম তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের ও বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লাসহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ।

সভাপতি বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্য ই আমরা লাল-সবুজ পতাকার একটি স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশ পুলিশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। পাকিস্তানি বাহিনী ২৫ শে মার্চ কালরাত্রে “অপারেশন সার্চলাইট ” নামে ঢাকার নিরিহ মানুষদের ওপর যখন হত্যাযজ্ঞ চালায় তখন রাজারবাগের পুলিশ সদস্যরাই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।

এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আপনাদের সরাসরি দেখে সম্মান জানিয়ে আমরা আরও গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই। তাঁদের যে কোন প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার (অবঃ) মাহাবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের মধ্য থেকে কয়েকজন মহান মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।