০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম!

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯৬১ বার পড়া হয়েছে

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে চার ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জখম হওয়া ওই ব্যক্তির নাম শাহীন হাওলাদার (৩৮)। সে ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকার আব্দুল শুক্কর হাওলাদরের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়,বেশকিছু দিন ধরে পুরানপাড়া এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবন করে আসছে ঐ এলাকার শহীদ হাওলাদারের পুত্র রাহাত হাওলাদার (২৮)। এরই ধারাবহিকতায় মঙ্গলবার সন্ধায় মাদকসেবনের উদ্দেশ্যে এলাকায় আসলে শাহিন তালুকদার বাঁধা দেয়।এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় রাহাত শাহিনের উপর চড়াও হয়ে গালাগালি ও হুমকি দিয়ে চলে যায়। পরে রাত সাড়ে দশটার দিকে রাহাত ও তার তিন ভাই (রিদয়,রিমন ও রাসেল) শাহিনের উপর আর্তকিতভাবে হামলা করে। তাদের হাতে থাকা দা দিয়ে কোপ ও হকস্টিক দিয়ে শাহিনের পিঠে মারে। এসময় শাহিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে আসে এবং রাহাতের হাত থেকে দা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সুত্র মতে, রাহাত দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরানপাড়া এলাকায় মাদক সেবন, বিক্রি, চাঁদা দাবি সহ বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ করে আসছে। এমনকি স্কুল, কলেজের ছাত্রদের রাজনৈতিক মিছিলে ডাকলে তারা যদি অনাগ্রহ প্রকাশ করে তাদেরকে মারধরের অভিযোগও রয়েছে রাহাতের বিরুদ্ধে। তার হাত থেকে রেহাই পাননি এক প্রবাসীর স্ত্রীও। তাকেও বিভিন্ন সময় উপ্তপ্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রয়েছে তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একাধিক অভিযোগ।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে এর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় যুবককে কুপিয়ে জখম!

আপডেট সময় : ০৪:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

বরিশালে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে চার ভাইয়ের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জখম হওয়া ওই ব্যক্তির নাম শাহীন হাওলাদার (৩৮)। সে ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকার আব্দুল শুক্কর হাওলাদরের ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়,বেশকিছু দিন ধরে পুরানপাড়া এলাকার বিভিন্ন স্থানে মাদক সেবন করে আসছে ঐ এলাকার শহীদ হাওলাদারের পুত্র রাহাত হাওলাদার (২৮)। এরই ধারাবহিকতায় মঙ্গলবার সন্ধায় মাদকসেবনের উদ্দেশ্যে এলাকায় আসলে শাহিন তালুকদার বাঁধা দেয়।এসময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায় রাহাত শাহিনের উপর চড়াও হয়ে গালাগালি ও হুমকি দিয়ে চলে যায়। পরে রাত সাড়ে দশটার দিকে রাহাত ও তার তিন ভাই (রিদয়,রিমন ও রাসেল) শাহিনের উপর আর্তকিতভাবে হামলা করে। তাদের হাতে থাকা দা দিয়ে কোপ ও হকস্টিক দিয়ে শাহিনের পিঠে মারে। এসময় শাহিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন চলে আসে এবং রাহাতের হাত থেকে দা ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সুত্র মতে, রাহাত দীর্ঘদিন থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুরানপাড়া এলাকায় মাদক সেবন, বিক্রি, চাঁদা দাবি সহ বিভিন্ন রকম অনৈতিক কার্যকলাপ করে আসছে। এমনকি স্কুল, কলেজের ছাত্রদের রাজনৈতিক মিছিলে ডাকলে তারা যদি অনাগ্রহ প্রকাশ করে তাদেরকে মারধরের অভিযোগও রয়েছে রাহাতের বিরুদ্ধে। তার হাত থেকে রেহাই পাননি এক প্রবাসীর স্ত্রীও। তাকেও বিভিন্ন সময় উপ্তপ্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রয়েছে তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একাধিক অভিযোগ।

এবিষয়ে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে এর যথাযথ ব্যবস্থা নেয়া হবে।