০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে মাদক কেনাবেচা বন্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৩:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১২৩ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর নাজিরপুলে নব জাগরণ ক্লাবের আড়ালে মাদক আমদানি ও বিক্রি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নাজিরপুলে এ কর্মসূচি হয়। কর্মসূচিতে বিএম কলেজ, বরিশাল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএম কলেজের শিক্ষার্থী তামিম হোসেন বলেন, বিগত সরকারের সময় থেকে এই ক্লাবের ভেতরে প্রভাবশালী নেতারা মাদক বাণিজ্য করতো। ৫ আগস্ট সরকার পতনের পর সেই নেতারা পালিয়েছে। কিন্তু বর্তমানে খান লিটু ও সাজুসহ বেশ কয়েকজন ক্লাবটি নিয়ন্ত্রণে নিয়ে আগের মতো মাদক কারবার শুরু করেছে। অবিলম্বে মাদক বিক্রি বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
আমরা বিএম কলেজ, সরকারি বরিশাল কলেজেসহ বিভিন্ন শিক্ষার্থী এই মাদক কারবার বন্ধ করাসহ সব অবৈধ ব্যবসা বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি।