১০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
- / ২৬০ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে বিদ্যুতায়িত হয়ে দুলাল হাওলাদার (৮৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুলাল ওই গ্রামের মৃত গওহর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, সোমবার সকাল পৌনে দশটার দিকে ওই বৃদ্ধ টয়লেটে যাচ্ছিলেন। এ সময় পাশের ঘরের টিনের সঙ্গে হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। তিনি তাৎক্ষণিক মাটিতে পরে ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরিবারের লোকজন থানায় খবর দেন।
গৌরনদী মডেল পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
.