০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিএনপি নেতা আটক

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • / ২৮০ বার পড়া হয়েছে

 বার্তা ডেস্ক: আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরনকালে বিএনপির এক নেতাকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর বাজার রোডে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে হাফিজুর রহমান তারেক নামে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিবকে আটক করা হয়।

এ তথ্য জানিয়ে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর বাংলাবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তারা মিছিল সহকারে বাংলাবাজার থেকে পুলিশ লাইনস পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে নগরীর হাসপাতাল রোডের সোনালি সিনেমা হল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মহানগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরাও লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারি ভোট বর্জনসহ সরকারকে কর খাজনা দেওয়া থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান তারা।

তবে নগরীর বাজার রোডে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান তারেককে আটক করে পুলিশ। যদিও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, লিফলেট বিতরণকালে কাউকে আটক বা গ্রেপ্তারের খবর তার জানা নেই।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে বিএনপি নেতা আটক

আপডেট সময় : ০৫:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

 বার্তা ডেস্ক: আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে বরিশালের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। লিফলেট বিতরনকালে বিএনপির এক নেতাকে আটক করে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) নগরীর বাজার রোডে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে হাফিজুর রহমান তারেক নামে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিবকে আটক করা হয়।

এ তথ্য জানিয়ে মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে নগরীর বাংলাবাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তারা মিছিল সহকারে বাংলাবাজার থেকে পুলিশ লাইনস পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

অপরদিকে সকাল সাড়ে ১০টায় জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদের নেতৃত্বে নগরীর হাসপাতাল রোডের সোনালি সিনেমা হল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়। এছাড়া মহানগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরাও লিফলেট বিতরণ করেছেন। লিফলেট বিতরণকালে ৭ জানুয়ারি ভোট বর্জনসহ সরকারকে কর খাজনা দেওয়া থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহবান জানান তারা।

তবে নগরীর বাজার রোডে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাফিজুর রহমান তারেককে আটক করে পুলিশ। যদিও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, লিফলেট বিতরণকালে কাউকে আটক বা গ্রেপ্তারের খবর তার জানা নেই।