বরিশালে বিএনপির কালো পতাকা মিছিল

- আপডেট সময় : ০৫:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ২১১ বার পড়া হয়েছে

বরিশালে পুলিশের কঠোর অবস্থানের কারণে সদর রোডের দলীয় কার্যালয়ে সামনে কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি। তবে পুলিশের চোখ ফাঁকি নিয়ে দুপুরে নগরীর বিএম কলেজ রোডে কালো পতাকা মিছিল করে তারা।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে মহানগর বিএনপি। কিন্তু সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ কারণে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যাননি। পুলিশের কঠোর বেস্টনি ভেদ করে দুইজন কর্মী দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এ কারণে সকাল ১১টার পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল করতে পারেনি বিএনপি।
দুপুর ২টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিএম কলেজ রোডে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের নেতৃত্বে একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।