১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাসচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০২ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছন। ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩০) ও নন্দনপট্টি গ্রামের মৃত শফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহণের একটি যাত্রীবাহী বাস শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বাসটি রাত পৌনে ১০টার দিকে গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক লাভলু মাঝি (৩০) ও আরোহী সেন্টু মৃধা (৪৫) বাসের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় ওই দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে চালক লাভলু মাঝি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে আরোহী সেন্টু মৃধা মারা গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে বাসচাপায় ২ মোটরসাইকেলের আরোহী নিহত

আপডেট সময় : ০১:০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বরিশালের গৌরনদীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছন। ঢাকা-বরিশাল মহাসড়কে শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের জামাল মাঝির ছেলে লাভলু মাঝি (৩০) ও নন্দনপট্টি গ্রামের মৃত শফি মৃধার ছেলে সেন্টু মৃধা (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে সাকুরা পরিবহণের একটি যাত্রীবাহী বাস শনিবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বাসটি রাত পৌনে ১০টার দিকে গৌরনদীর ইল্লা বাসস্ট্যান্ড এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক লাভলু মাঝি (৩০) ও আরোহী সেন্টু মৃধা (৪৫) বাসের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিক স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় ওই দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে চালক লাভলু মাঝি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে আরোহী সেন্টু মৃধা মারা গেছেন। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।