১১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে বাসচাপায় পথচারী নিহত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
- / ২১১ বার পড়া হয়েছে

নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় এক তরুণ পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৩ মে) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।
নিহত জসিম হাওলাদার (২০) বরিশালের উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।
পরিদর্শক লোকমান হোসেন জানান, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম।
এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে অতিক্রম করে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
ট্যাগস :