বরিশালে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

- আপডেট সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
- / ১৩৬ বার পড়া হয়েছে

বরিশালের হিজলা উপজেলায় ইউপি নির্বাচনের সহিংসতায় এবার বাবা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। উপজেলার মেমানিয়া ইউনিয়নে এ ঘটনায় আহত ব্যবসায়ী আবদুর রশিদ ঢালী ও তার ছেলে শাকিবকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেমানিয়া ইউনিয়নের ব্যবসায়ী আব্দুর রশিদ ঢালী ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। ওই নির্বাচনে নৌকাকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করে। বিদ্রোহী প্রার্থী বিজয়ী হওয়ার পর থেকেই নৌকা মার্কার কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এমনকি অনেক নৌকা মার্কার সমর্থক ও নেতাকর্মীরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
বুধবার ব্যবসায়ী আব্দুর রশিদ ঢালী ও তার ছেলে টেকেরহাট বাজারে আসেন। বাজার শেষে তারা বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে বাউশিয়া গ্রামের ইসলাম আলী সরদারের বাড়ির সামনে বিজয়ী প্রার্থীর সমর্থক মিন্টু কবিরাজ, ইব্রাহিম মোল্লা, মোসলেম মোল্লা, মাসুদ খাঁ, সুকুর মোল্লা, মোকলেস কবিরাজসহ ২০ থেকে ২৫ জন তাদের উপর পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। তখন তাদের বেদম মারধর ও মাথায় রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে আহত রশিদ ঢালি বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চেয়েছেন। তাই বিজয়ী প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা করেছে। পাশাপাশি তার সঙ্গে থাকা নগদ ১ লাখ টাকা ও একটি মোবাইল সেট নিয়ে যায় সন্ত্রাসীরা।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ঘটনার সংবাদ শুনেছেন। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।