১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে বাটা মাছের পোনাসহ আটক ৫

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৩০৯ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে বাটা মাছের প্রায় ২০ লাখ রেনু পোনাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে জব্দকৃত রেনু পোনা জলাশয়ে অবমুক্ত এবং ২ জনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদের মোহনা থেকে বিপুল পরিমাণ বাটা মাছের রেনু আহরণ করে খুলনা ও সাতক্ষীরা এলাকায় পাঁচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দুপুরে আগরপুর স্টিল ব্রিজ এলাকায় একটি পিকাপ বোঝাই অবস্থায় বাটা মাছের প্রায় ২০ লাখ রেনু পোনাসহ ৫ জনকে আটক করে।

আটককৃতদের উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাসের ভ্রাম্যমাণ আদালত খুলনার দিঘলিয়া এলাকার সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরা এলাকার কাজী কাছেদকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত ভাটা মাছের রেনু পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে বাটা মাছের পোনাসহ আটক ৫

আপডেট সময় : ০৭:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে বাটা মাছের প্রায় ২০ লাখ রেনু পোনাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। পরে জব্দকৃত রেনু পোনা জলাশয়ে অবমুক্ত এবং ২ জনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। রবিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বাবুগঞ্জ, মুলাদী এবং গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদের মোহনা থেকে বিপুল পরিমাণ বাটা মাছের রেনু আহরণ করে খুলনা ও সাতক্ষীরা এলাকায় পাঁচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা দুপুরে আগরপুর স্টিল ব্রিজ এলাকায় একটি পিকাপ বোঝাই অবস্থায় বাটা মাছের প্রায় ২০ লাখ রেনু পোনাসহ ৫ জনকে আটক করে।

আটককৃতদের উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাসের ভ্রাম্যমাণ আদালত খুলনার দিঘলিয়া এলাকার সিদ্দিক মোল্লা ও সাতক্ষীরা এলাকার কাজী কাছেদকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন। অপর ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত ভাটা মাছের রেনু পোনা উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস।