০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / ২৪৯ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রাম থেকে নূরনবী হাওলাদার (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়। নূরনবী ওই গ্রামের মৃত আবদুল মন্নান হাওলাদারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ির উত্তর পার্শ্বে বাগানে গিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।

নূরনবীর চাচা আলতাফ হোসেন হাওলাদার জানান, নূরনবী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও ছেলে-মেয়েরা নোয়াখালী থাকায় সে ভাইদের সঙ্গে থাকতো। শুক্রবার সন্ধ্যায় সবার অগোচরে বাগানে একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যায় তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজ শুরু করে। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে বাগান থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

বরিশালের মুলাদীতে বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রাম থেকে নূরনবী হাওলাদার (৩৫) নামের যুবকের লাশ উদ্ধার করা হয়। নূরনবী ওই গ্রামের মৃত আবদুল মন্নান হাওলাদারের ছেলে। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ির উত্তর পার্শ্বে বাগানে গিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।

নূরনবীর চাচা আলতাফ হোসেন হাওলাদার জানান, নূরনবী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও ছেলে-মেয়েরা নোয়াখালী থাকায় সে ভাইদের সঙ্গে থাকতো। শুক্রবার সন্ধ্যায় সবার অগোচরে বাগানে একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। সন্ধ্যায় তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজ শুরু করে। একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি সাপেক্ষে প্রাথমিক সুরতহাল শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।