০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে বন্যার্তদের জন্য অনন্য উদ্যোগ শিশুদের

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৩:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৭৬ বার পড়া হয়েছে

গণমাধ্যমে বন্যাকবলিতদের আর্তনাদ-আকুতি শুনে মায়া হয়। তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করে বরিশালের কয়েকটি শিশু। তাদের কাছে টাকা না থাকায় আঁকে দুর্গত এলাকার ছবি। রাস্তায় রাস্তায় ঘুরে সেগুলো বিক্রি করছে। এখান থেকে উপার্জিত অর্থ জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। খুদে শিল্পীদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণ শিল্পীরা। শুক্রবার সকালে বরিশাল চারুশিল্পীদের দলটি মাঠে নেমেছে।

শুধু ছবি বিক্রি নয়, এই শিশুরা পথচারী, ব্যবসায়ীসহ সব পেশার মানুষের কাছে বন্যার্ত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানাচ্ছে। শিশুশিল্পীদের নেতৃত্ব দিচ্ছেন চিত্রশিল্পী তাপস কর্মকার। তিনি বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য ৫০ শিশুশিল্পী ৫০টি ছবি এঁকেছে। এসব ছবিই তারা ঘুরে ঘুরে বিক্রি করছে। এরই মধ্যে ২৫ হাজার টাকা সংগ্রহ হয়েছে। আঁকা ছবি বিক্রির ক্যাম্পেইন আরও কয়েক দিন চলবে। সব শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ পৌঁছে দেবে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাইফা তার আঁকা ছবি বিক্রি করতে এই দলের সঙ্গে ঘুরছে। তাইফা বলে, ‘আমি পত্রপত্রিকা ও টেলিভিশনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর ছবি দেখেছি। আমার মনটা খারাপ এসব মানুষের কষ্ট দেখে। এজন্য আমি প্যাস্টেল রং দিয়ে সেই দুর্দশার ছবি এঁকেছি। এই ছবি বিক্রি করে আমি এসব মানুষের জন্য অর্থ পাঠাব। মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে।’ অপর শিল্পী ঈশিকা ঘোষ জানায়, এর আগেও সিলেটে বন্যায় সে ছবি এঁকে বিক্রি করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছিল। সেই টাকা ত্রাণ তহবিলে দিয়েছে।

শিল্পী দলের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নন্দিনী দাস প্রাচী জানান, শিশুশিল্পীদের ছবি কেনার আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছেন তারা। চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবিলায় শিল্পীদেরও করণীয় রয়েছে– এই মনোভাব সবার মধ্যে কাজ করছে। সে কারণেই দ্বিতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছেন।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে বন্যার্তদের জন্য অনন্য উদ্যোগ শিশুদের

আপডেট সময় : ০৩:৪৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

গণমাধ্যমে বন্যাকবলিতদের আর্তনাদ-আকুতি শুনে মায়া হয়। তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করে বরিশালের কয়েকটি শিশু। তাদের কাছে টাকা না থাকায় আঁকে দুর্গত এলাকার ছবি। রাস্তায় রাস্তায় ঘুরে সেগুলো বিক্রি করছে। এখান থেকে উপার্জিত অর্থ জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। খুদে শিল্পীদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া তরুণ শিল্পীরা। শুক্রবার সকালে বরিশাল চারুশিল্পীদের দলটি মাঠে নেমেছে।

শুধু ছবি বিক্রি নয়, এই শিশুরা পথচারী, ব্যবসায়ীসহ সব পেশার মানুষের কাছে বন্যার্ত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানাচ্ছে। শিশুশিল্পীদের নেতৃত্ব দিচ্ছেন চিত্রশিল্পী তাপস কর্মকার। তিনি বলেন, বন্যার্তদের সাহায্যের জন্য ৫০ শিশুশিল্পী ৫০টি ছবি এঁকেছে। এসব ছবিই তারা ঘুরে ঘুরে বিক্রি করছে। এরই মধ্যে ২৫ হাজার টাকা সংগ্রহ হয়েছে। আঁকা ছবি বিক্রির ক্যাম্পেইন আরও কয়েক দিন চলবে। সব শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ পৌঁছে দেবে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাইফা তার আঁকা ছবি বিক্রি করতে এই দলের সঙ্গে ঘুরছে। তাইফা বলে, ‘আমি পত্রপত্রিকা ও টেলিভিশনে বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুর ছবি দেখেছি। আমার মনটা খারাপ এসব মানুষের কষ্ট দেখে। এজন্য আমি প্যাস্টেল রং দিয়ে সেই দুর্দশার ছবি এঁকেছি। এই ছবি বিক্রি করে আমি এসব মানুষের জন্য অর্থ পাঠাব। মানুষের এই বিপদের দিনে শিল্পীরাও পাশে আছে।’ অপর শিল্পী ঈশিকা ঘোষ জানায়, এর আগেও সিলেটে বন্যায় সে ছবি এঁকে বিক্রি করে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছিল। সেই টাকা ত্রাণ তহবিলে দিয়েছে।

শিল্পী দলের সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নন্দিনী দাস প্রাচী জানান, শিশুশিল্পীদের ছবি কেনার আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছেন তারা। চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবিলায় শিল্পীদেরও করণীয় রয়েছে– এই মনোভাব সবার মধ্যে কাজ করছে। সে কারণেই দ্বিতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছেন।