০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রবল বর্ষণে সড়কে জলাবদ্ধতা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৯৫ বার পড়া হয়েছে

উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় জেলার সর্বত্র সোমবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বরিশালের আবহাওয়া অফিস তিন ঘন্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর গত ২৪ ঘন্টায় বরিশালে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে সোমবার ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত মুশলধারে বৃষ্টি শুরু হয়। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। তবে বৃষ্টি কমে যাওয়ার পর বেশিরভাগ এলাকার পানি নামতে শুরু করেছে। ভারি বর্ষনের কারণে সকাল থেকে সড়কে সাধারণ মানুষের চলাচল কম ছিল। তবে স্কুল-কলেজ, অফিস আদালত খোলা থাকায় বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যায় মানুষ। অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। বরিশালের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের কারণে ভারি বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও ২/১ দিন থাকতে পারে। পাশাপাশি বরিশাল নদী বন্দরে ১ ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে প্রবল বর্ষণে সড়কে জলাবদ্ধতা

আপডেট সময় : ০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় জেলার সর্বত্র সোমবার ভোররাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। বরিশালের আবহাওয়া অফিস তিন ঘন্টায় ৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর গত ২৪ ঘন্টায় বরিশালে ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে বরিশালে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে সোমবার ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত মুশলধারে বৃষ্টি শুরু হয়। এতে নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। তবে বৃষ্টি কমে যাওয়ার পর বেশিরভাগ এলাকার পানি নামতে শুরু করেছে। ভারি বর্ষনের কারণে সকাল থেকে সড়কে সাধারণ মানুষের চলাচল কম ছিল। তবে স্কুল-কলেজ, অফিস আদালত খোলা থাকায় বৃষ্টি উপেক্ষা করে গন্তব্যে যায় মানুষ। অনেক স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে। বরিশালের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, লঘুচাপের কারণে ভারি বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ৫৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টি আরও ২/১ দিন থাকতে পারে। পাশাপাশি বরিশাল নদী বন্দরে ১ ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।