বরিশালে পুলিশের মামলা থেকে বিএনপির ৬৭ নেতাকর্মীর অব্যাহতি

- আপডেট সময় : ০২:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- / ৭৬ বার পড়া হয়েছে

নাশকতার অভিযোগে এক যুগ আগে পুলিশের দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ বিএনপির ৬৭ জন নেতাকর্মী।
রোববার (২৫ আগস্ট) বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফউদ্দিন মামলার রায়ে তাদের খালাস দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপি নেতাকর্মীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।ি
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক শ্যামল চন্দ্র সমদ্দার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় নামধারী ৩৮ জনসহ অজ্ঞাত ৪০০ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ ৬৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্য গ্রহণে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় সবাইকে খালাস দিয়েছেন আদালত।