১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে নসিমনচাপায় যুবক নিহত

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ১০:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দিগঞ্জে নসিমনচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রবাসী যুবক নিহত হয়েছেন।

এছাড়া দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানিয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার স্টিমার ঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসান হাওলাদার (৩৫) উপজেলার চর মিঠুয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া মেহেন্দিগঞ্জ থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, উপজেলার পাতারহাট বন্দরের হাটের দিন ছিল। বাজার করতে নিজগ্রাম থেকে লঞ্চঘাটে আসেন মো. হাসান হাওলাদার। পরে সেখান থেকে অটোরিকশায় আরও ৪ যাত্রীর সঙ্গে বাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় লঞ্চঘাটগামী বেপরোয়া গতির একটি নছিমন অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রবাসী হাসানসহ অটোরিকশা চালকসহ অটোরিকশার যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক দুইজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রিয়াজুল আরও জানান, ঘটনার পর এলাকাবাসী রিপন নামে এক নসিমন চালককে আটকে পিটুনি দেয়। তাকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। নিহত হাসানের স্ত্রী ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে নসিমনচাপায় যুবক নিহত

আপডেট সময় : ১০:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

বরিশালের মেহেন্দিগঞ্জে নসিমনচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী প্রবাসী যুবক নিহত হয়েছেন।

এছাড়া দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানিয়েছেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার স্টিমার ঘাট হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাসান হাওলাদার (৩৫) উপজেলার চর মিঠুয়া গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া মেহেন্দিগঞ্জ থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, উপজেলার পাতারহাট বন্দরের হাটের দিন ছিল। বাজার করতে নিজগ্রাম থেকে লঞ্চঘাটে আসেন মো. হাসান হাওলাদার। পরে সেখান থেকে অটোরিকশায় আরও ৪ যাত্রীর সঙ্গে বাজারের উদ্দেশে রওনা দেন। এ সময় লঞ্চঘাটগামী বেপরোয়া গতির একটি নছিমন অটোরিকশাকে চাপা দেয়। এতে প্রবাসী হাসানসহ অটোরিকশা চালকসহ অটোরিকশার যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক দুইজনকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই রিয়াজুল আরও জানান, ঘটনার পর এলাকাবাসী রিপন নামে এক নসিমন চালককে আটকে পিটুনি দেয়। তাকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। নিহত হাসানের স্ত্রী ঢাকায় থাকেন। তাকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।