১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দুই শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • / ২১২ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে এক স্কুলছাত্র ও তার গৃহশিক্ষক কলেজছাত্রকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সোমবার (১১ মার্চ) ভোরে উপজেলার রফিয়াদি গ্রামের ছোট মীরগঞ্জ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উৎপল হালদার ও রহমপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আশিষ মল্লিক।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কীর্তনে অংশ নিয়ে বেপারি বাড়িতে একটি কক্ষে ছয়জন ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে দুজন আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।’

পরিদর্শক লোকমান জানান, মেডিকেল থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কারা এসিড নিক্ষেপ করেছে কেউ দেখেনি। এখন পর্যন্ত থানায়ও কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

স্কুলছাত্র উৎপলের বড় ভাই উজ্জল হালদার বলেন, রফিয়াদি গ্রামের কৃষ্ণ মন্দিরে বার্ষিক কীর্তনে অংশ নেয় ছোট ভাই ও তার গৃহশিক্ষক। কীর্তন শেষে মামাবাড়িতে একটি কক্ষে তারা ঘুমিয়ে ছিল। উৎপলের মুখমণ্ডল ও গলা পুড়ে গেছে। আশিষের বাহু পুড়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩-এর সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম বলেন, ‘এসিডে তাদের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। এতে তারা শঙ্কামুক্ত হলেও মুখমণ্ডলে দাগ থেকে যেতে পারে।’

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে দুই শিক্ষার্থীর ওপর এসিড নিক্ষেপ

আপডেট সময় : ০৮:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪

বরিশালের বাবুগঞ্জে এক স্কুলছাত্র ও তার গৃহশিক্ষক কলেজছাত্রকে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সোমবার (১১ মার্চ) ভোরে উপজেলার রফিয়াদি গ্রামের ছোট মীরগঞ্জ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উৎপল হালদার ও রহমপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আশিষ মল্লিক।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কীর্তনে অংশ নিয়ে বেপারি বাড়িতে একটি কক্ষে ছয়জন ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে দুজন আহত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।’

পরিদর্শক লোকমান জানান, মেডিকেল থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কারা এসিড নিক্ষেপ করেছে কেউ দেখেনি। এখন পর্যন্ত থানায়ও কেউ অভিযোগ দেয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

স্কুলছাত্র উৎপলের বড় ভাই উজ্জল হালদার বলেন, রফিয়াদি গ্রামের কৃষ্ণ মন্দিরে বার্ষিক কীর্তনে অংশ নেয় ছোট ভাই ও তার গৃহশিক্ষক। কীর্তন শেষে মামাবাড়িতে একটি কক্ষে তারা ঘুমিয়ে ছিল। উৎপলের মুখমণ্ডল ও গলা পুড়ে গেছে। আশিষের বাহু পুড়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-৩-এর সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম বলেন, ‘এসিডে তাদের শরীরের কিছু অংশ ঝলসে গেছে। এতে তারা শঙ্কামুক্ত হলেও মুখমণ্ডলে দাগ থেকে যেতে পারে।’