০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দুই উপজেলায় কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি বেড়েছে

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • / ২৪৭ বার পড়া হয়েছে

রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের হিজলা ও মুলাদীতে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে একযোগে এ দুই উপজেলার ১৩ টি ইউনিয়নের ১২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

সকালের প্রথম দুই ঘণ্টায় তেমন একটা ভোটার উপস্থিতি লক্ষ্য করা না গেলেও মুলাদীর অনেক কেন্দ্রেই সকাল ১০ টা থেকে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একই অবস্থার কথা জানিয়েছেন পার্শ্ববর্তী হিজলা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণকারী সাংবাদিকরা।

মুলাদী সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা কুলসুম জানান, সকালে নাস্তা তৈরিসহ বাড়ির কাজ করতে সেরেছি। আর এখন ভোট দিতে এসেছি।

বুঝছিলাম শুরুতে চাপ থাকবে কিন্তু এখন দেখছি ভোটারদের চাপ।

 

লিজা নামে অপর এক ভোটার বলেন, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি এতেই খুশি। কেউ কোনো বাধাও দেয়নি, এমনকি কাকে ভোট দেব সে বিষয়েও কোনো চাপ ছাড়া ভোট দিয়েছি।

৬০ বছরের বৃদ্ধা মরিয়ম বেগম বলেন, অনেক বছর পরে এইবার বাড়িতে গিয়ে প্রার্থীরা নিজের জন্যে ভোট চেয়েছেন। তাদের সম্মানে ভোটটা দিতে এসেছিলাম। ভালোভাবে দিয়েছিও।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসাররাও আশাবাদী।

যদিও রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘড়াই জানিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।

জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য হিজলা ও মুলাদী উপজেলায় এক জন করে হিজড়া ভোটার রয়েছে। আর এ দুই উপজেলায় মোট ভোটার তিন লাখ পাঁচ হাজার ১৬৯। যার মধ্যে এক লাখ ৪৮ হাজার ১৪১ জন নারী ভোটার রয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে দুই উপজেলায় কেন্দ্রে নারী ভোটার উপস্থিতি বেড়েছে

আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের হিজলা ও মুলাদীতে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে একযোগে এ দুই উপজেলার ১৩ টি ইউনিয়নের ১২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।যা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

সকালের প্রথম দুই ঘণ্টায় তেমন একটা ভোটার উপস্থিতি লক্ষ্য করা না গেলেও মুলাদীর অনেক কেন্দ্রেই সকাল ১০ টা থেকে ভোটারদের উপস্থিতি বেড়েছে।

বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। একই অবস্থার কথা জানিয়েছেন পার্শ্ববর্তী হিজলা উপজেলা নির্বাচন পর্যবেক্ষণকারী সাংবাদিকরা।

মুলাদী সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা কুলসুম জানান, সকালে নাস্তা তৈরিসহ বাড়ির কাজ করতে সেরেছি। আর এখন ভোট দিতে এসেছি।

বুঝছিলাম শুরুতে চাপ থাকবে কিন্তু এখন দেখছি ভোটারদের চাপ।

 

লিজা নামে অপর এক ভোটার বলেন, সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি এতেই খুশি। কেউ কোনো বাধাও দেয়নি, এমনকি কাকে ভোট দেব সে বিষয়েও কোনো চাপ ছাড়া ভোট দিয়েছি।

৬০ বছরের বৃদ্ধা মরিয়ম বেগম বলেন, অনেক বছর পরে এইবার বাড়িতে গিয়ে প্রার্থীরা নিজের জন্যে ভোট চেয়েছেন। তাদের সম্মানে ভোটটা দিতে এসেছিলাম। ভালোভাবে দিয়েছিও।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে পোলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসাররাও আশাবাদী।

যদিও রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘড়াই জানিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না।

জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য হিজলা ও মুলাদী উপজেলায় এক জন করে হিজড়া ভোটার রয়েছে। আর এ দুই উপজেলায় মোট ভোটার তিন লাখ পাঁচ হাজার ১৬৯। যার মধ্যে এক লাখ ৪৮ হাজার ১৪১ জন নারী ভোটার রয়েছে।