০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে তিনটি অবৈধ ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ২৩৬ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৌর আওয়ামী লীগের সভাপতির একটিসহ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুইটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাশেদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমী। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই গ্রামের ফিক্সড চিমনির এমআরবি নামের অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।‘

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ‘ওই ইটাভাটা মালিক মশিউর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের এ নেতার অবৈধ ইটভাটায় কাঠ ও গাছ পোড়ানো হয়। প্রভাবশালী নেতা হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করতো না।’

উপপরিচালক বলেন, ‘বিকাল তিনটায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের অবৈধ যমুনা ব্রিকস এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বিকাল ৪টায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান করে। অবৈধ এ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন উপপরিচালক রাশেদ।’

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে তিনটি অবৈধ ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৬:৩৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৌর আওয়ামী লীগের সভাপতির একটিসহ তিনটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুইটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাশেদ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত এ অভিযানের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী বিচারক সুলতানা সালেহা সুমী। 

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাশেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে উপজেলার আউলিয়াপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। ওই গ্রামের ফিক্সড চিমনির এমআরবি নামের অবৈধ ইটভাটা ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।‘

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, ‘ওই ইটাভাটা মালিক মশিউর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি। ক্ষমতাসীন দলের এ নেতার অবৈধ ইটভাটায় কাঠ ও গাছ পোড়ানো হয়। প্রভাবশালী নেতা হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করতো না।’

উপপরিচালক বলেন, ‘বিকাল তিনটায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের অবৈধ যমুনা ব্রিকস এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত বিকাল ৪টায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান করে। অবৈধ এ ইটভাটাও গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি বলে জানিয়েছেন উপপরিচালক রাশেদ।’