১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, বেড়েছে রোগী

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / ৫৭ বার পড়া হয়েছে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে মৃত্যু হয়েছে দুই রোগীর। শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, এ মৌসুমে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা আশঙ্কাজনক। সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তবে বিভাগের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ রয়েছে। তিনি নিজে প্রত্যেক হাসপাতালে গিয়ে বিষয়টি তদারকি করছেন।

 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। দুই রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

তারা হলেন-পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. সোলাইমান ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাহার হাওলাদার (৪৫)।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৩ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা জেলায় বিভিন্ন হাসপাতালে ১৪ জন, পিরোজপুরে ১৪ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২ হাজার ৫৮৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন।

এখন পর্যন্ত গোটা বিভাগে ১৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১২ জন, বরগুনায় দুইজন, পটুয়াখালীতে একজন ও ভোলাতে একজনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, বেড়েছে রোগী

আপডেট সময় : ০৯:১৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে মৃত্যু হয়েছে দুই রোগীর। শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, এ মৌসুমে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছে। যা আশঙ্কাজনক। সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তবে বিভাগের সকল সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধ রয়েছে। তিনি নিজে প্রত্যেক হাসপাতালে গিয়ে বিষয়টি তদারকি করছেন।

 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, ৬ সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। দুই রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

তারা হলেন-পটুয়াখালী সদর উপজেলার বাসিন্দা মো. সোলাইমান ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আতাহার হাওলাদার (৪৫)।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৩ জন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ১৬ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, ভোলা জেলায় বিভিন্ন হাসপাতালে ১৪ জন, পিরোজপুরে ১৪ জন, বরগুনায় ৩৩ জন ও ঝালকাঠিতে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ২ হাজার ৫৮৮ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬১ জন।

এখন পর্যন্ত গোটা বিভাগে ১৬ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১২ জন, বরগুনায় দুইজন, পটুয়াখালীতে একজন ও ভোলাতে একজনের মৃত্যু হয়েছে।