০৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / ১০০ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সাতলা ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণের ব্যানারে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের ছেলে মো. নায়েব হাওলাদারের সহপাঠীরাও অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই এখনো আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনতে পারেনি। সে সঙ্গে যাদের আনা হয়েছে, তাদের মধ্যে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে জামিনও দেওয়া হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

চলতি বছরের গত ২৪ আগস্ট মধ্যরাতে উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭) মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাবার পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে সংলগ্ন স্থানে কুপিয়ে জখম করে। গত ২৯ আগস্ট কয়েক হাজার এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

জোড়া খুনের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি কিবরিয়া হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মুরগির খামার, পানি সেচ পাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলদারের ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদারসহ ৪০-৪৫ জনের নামে মামলা করা হয়। তার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের স্বজনদের দাবি।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি

আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় জোড়া খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে সাতলা ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণের ব্যানারে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের ছেলে মো. নায়েব হাওলাদারের সহপাঠীরাও অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, হত্যার ঘটনায় যারা জড়িত তাদের অনেককেই এখনো আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনতে পারেনি। সে সঙ্গে যাদের আনা হয়েছে, তাদের মধ্যে হত্যার সঙ্গে জড়িত দুই আসামিকে জামিনও দেওয়া হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

চলতি বছরের গত ২৪ আগস্ট মধ্যরাতে উজিরপুর উপজেলার সাতলা বাজারের ব্যবসায়ী মো. ইদ্রিস হাওলাদার তার চাচাতো ভাই সাগর হাওলাদার (২৭) মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাবার পথে সাতলা বড় ব্রিজের পশ্চিম পাড়ের ঢালে সংলগ্ন স্থানে কুপিয়ে জখম করে। গত ২৯ আগস্ট কয়েক হাজার এলাকাবাসী দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

জোড়া খুনের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি কিবরিয়া হাওলাদার ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছেন, গত ১৭ মার্চ গভীর রাতে ইদ্রিস হাওলাদারের মালিকানাধীন মাছের ঘের জায়গা জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মুরগির খামার, পানি সেচ পাম্পে অগ্নিসংযোগের ঘটনায় ইদ্রিস হাওলাদার ও সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহীন হাওলদারের ও তার চাচাতো ভাই আসাদ হাওলাদারসহ ৪০-৪৫ জনের নামে মামলা করা হয়। তার প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে নিহতের স্বজনদের দাবি।