০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক সভা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:২০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ৮৬ বার পড়া হয়েছে

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় কমিউনিটি ডায়লগ হয়েছে। রবিবার বিকেলে নগরীর মোহম্মদপুরে এলাকায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা তথ্য অফিসের পরিচালক মো. রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখনও বর্ষার মৌসুম শেষ হয়নি। ডেঙ্গুর প্রভাব দেখা দিতে পারে। ডেঙ্গু মশা থেকে বাঁচতে হলে নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে। রাতে বা দিনে ঘুমাতে হলে মশারি টাঙ্গাতে হবে।
তিনি আরও বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। ২০ বছরের আগে সন্তান ধারণ করা যাবে না। সন্তান জন্ম হবে ক্লিনিকে। স্থানীয় কোন ধাত্রীর হাতে সন্তান প্রসব করানো উচিত নয়। সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন করাতে হবে। এটা তার জন্মগত অধিকার।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য দপ্তরের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান। তিনি বলেন, নারীদের সংসারের কাজের সাথে ঘরে বসে আয় বৃদ্ধিমূলক কাজ করতে হবে। তবে সংসারে স্বচ্ছলতা আসবে। নিজের ভাগ্য উন্নয়নে নিজেদের কাজ করতে হবে। শিশুদের পড়াশোনা করাতে হবে। সামান্য টাকার জন্য হোটেলে কাজে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য টোল ফ্রি ৯৯৯ নম্বরে ফোন করে আইনের সহায়তা নিতে হবে। এছাড়াও স্বাস্থ্য সেবা নিতে ১৬২৬৩ নম্বরে কল করা যাবে। সভায় অর্ধশতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০২:২০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় কমিউনিটি ডায়লগ হয়েছে। রবিবার বিকেলে নগরীর মোহম্মদপুরে এলাকায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা তথ্য অফিসের পরিচালক মো. রিয়াদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, এখনও বর্ষার মৌসুম শেষ হয়নি। ডেঙ্গুর প্রভাব দেখা দিতে পারে। ডেঙ্গু মশা থেকে বাঁচতে হলে নালা নর্দমা পরিষ্কার রাখতে হবে। রাতে বা দিনে ঘুমাতে হলে মশারি টাঙ্গাতে হবে।
তিনি আরও বলেন, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। ২০ বছরের আগে সন্তান ধারণ করা যাবে না। সন্তান জন্ম হবে ক্লিনিকে। স্থানীয় কোন ধাত্রীর হাতে সন্তান প্রসব করানো উচিত নয়। সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন করাতে হবে। এটা তার জন্মগত অধিকার।
এসময় আরও বক্তব্য রাখেন জেলা তথ্য দপ্তরের সহকারী পরিচালক মো. শাকিলুজ্জামান। তিনি বলেন, নারীদের সংসারের কাজের সাথে ঘরে বসে আয় বৃদ্ধিমূলক কাজ করতে হবে। তবে সংসারে স্বচ্ছলতা আসবে। নিজের ভাগ্য উন্নয়নে নিজেদের কাজ করতে হবে। শিশুদের পড়াশোনা করাতে হবে। সামান্য টাকার জন্য হোটেলে কাজে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ করার জন্য টোল ফ্রি ৯৯৯ নম্বরে ফোন করে আইনের সহায়তা নিতে হবে। এছাড়াও স্বাস্থ্য সেবা নিতে ১৬২৬৩ নম্বরে কল করা যাবে। সভায় অর্ধশতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন।