বরিশালে চিরকুট লিখে নববধূর আত্মহত্যা!

- আপডেট সময় : ০৪:৪২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৩২৪ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে বিয়ের দেড় মাসের মাথায় যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির নির্যাতন সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাদিয়া আক্তার (২৩) নামে এক নববধূ। সাদিয়ার লাশের পাশে তার লেখা একটি চিরকুট পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যা বিকেল ৪ টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডস্থ মতাসার এলাকার বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার ওই এলাকার মাহবুব আলম বেপারীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে- গত ২৪ জানুয়ারি বরিশাল সদর উপজেলার রায়পাশা-করাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাঞ্চন হাওলাদারের ছেলে রুবেল হাওলাদারের সাথে পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয় মাহবুব আলম বেপারীর মেয়ে সাদিয়ার। বিয়ের পর পরই যৌতুকের দাবিতে সাদিয়ার উপর অমানুষিক নির্যাতন শুরু করে রুবেল ও তার মা। এমনকি প্রতি রাতে সাদিয়াকে মারধর করতেন রুবেল। সম্প্রতি রুবেল বিদেশ যাবার নাম করে সাদিয়ার পরিবারের কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে পারবে না বলে জানালে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয় রুবেল। নির্যাতন সইতে না পেরে গত রোববার বাবার বাড়িতে চলে আসেন সাদিয়া। মঙ্গলবার সন্ধ্যা বিকেলে ঘড়ের একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা আটকে দিয়ে গলায় ফাঁস দেন সাদিয়া। পরিবারের লোকজন টের পেয়ে স্থানীয়দের সহায়তায় দড়জা ভেঙে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ সময় তার লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
সাদিয়ার বাবা মাহবুব আলম বেপারী অভিযোগ করে বলেন- বিয়ের পর থেকেই রুবেল ও তার মা যৌতুকের দাবিতে আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালায়। সেই নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই।
৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাবিবুর রহমান ফারুক বলেন, বিয়েতে সাদিয়াকে স্বর্ণালংকারের পাশাপাশি তার বরকে স্বর্ণের চেইন, আংটি ও একটি ফ্রিজ দেওয়া হয়। বিয়ের দুমাস না যেতেই বিদেশ যাওয়ার কথা বলে টাকা আনতে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন রুবেল। রাগে ক্ষোভে সাদিয়া আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন- গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।