বরিশালে কয়েক কোটি টাকার সম্পদ দখলে মুখোমুখি দু’পক্ষ

- আপডেট সময় : ০২:২৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে

বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ভেনাস শপিং সেন্টারের মালিকানা দাবি করে আসছে নিষিদ্ধ হওয়া আর্থিক লেনদেন প্রতিষ্ঠান ‘যুবক’-এর সাবেক সদস্যদের দুই গ্রুপ। প্রতিষ্ঠানটি কয়েক কোটি টাকার সম্পদ। একটি গ্রুপ হলেন ভবনের নিচতলার মার্কেটের শতাধিক ব্যবসায়ী। পাশাপাশি বাইরের একটি গ্রুপও ভবনটির মালিকানা দাবি করে। তারাও এক সময় ‘যুবক’ করতেন। ভবনের মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে।
জানা যায়, কয়েক বছরে ভবনটির দোতলা একাধিকবার দখলের চেষ্টা হয়েছে। সর্বশেষ সোমবার বিকেলে আরেক দফা দখলচেষ্টা হয়। তা প্রতিহত করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।
সোমবার বিকেলে ভেনাস শপিং সেন্টারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ী ও স্থানীয়রা জড়ো হয়েছেন। মার্কেটের ওপরে উঠে দেখা গেল শ্রমিকরা সংস্কার কাজ করছেন। কারা কাজ করাচ্ছেন তা বলতে অস্বীকার করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা সটকে পড়েন। পরে গোলাম মোস্তফা স্বপন ও সুজন নামে দু’জন এসে দাবি করেন, আদালত থেকে ভবনের মালিকানা পেয়ে তারা সংস্কারকাজ করাচ্ছেন। ব্যবসায়ীরা এ দাবি না মানায় এ সময় উত্তেজনা দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা মহানগর বিএনপির সদস্য মুসা কাজল বলেন, কারা ভবন সংস্কার করছে এমন খবরে মার্কেটের দোকান মালিক সমিতি নেতারা গিয়ে কাজ বন্ধ করে দেন।
সমিতির সাধারণ সম্পাদক সামসুজ্জামান টুটুল বলেন, নিচতলায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। তারা প্রায় সবাই যুবকের সদস্য হয়ে বিনিয়োগ করেছিলেন। দোতলা খালি থাকায় একটি চক্র বারবার তা দখলের চেষ্টা করছে। নতুন করে দখলে নেমেছেন মার্কেটেরই দোকানদার ও সিটি করপোরেশনের লাইনম্যান গোলাম মোস্তফা স্বপন এবং স্থানীয় মো. সুজন। তারা দখলের উদ্দেশ্যে দোতলায় সংস্কার কাজ করাচ্ছিলেন।
অভিযুক্ত গোলাম মোস্তফা স্বপনের দাবি, তিনি আদালতের মাধ্যমে দোতলার মালিকানা পেয়েছেন। তাঁর কাছে কাগজপত্র আছে। মালিক সমিতির বাধা দেওয়ার এখতিয়ার নেই।
এ ব্যাপারে যুবকের প্রতিনিধি দাবিদার সাইফুল্লাহ খান লাবু বলেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভবনের দোতলা দখলের চেষ্টা হচ্ছে। একটি গ্রুপ শক্তির জোরে দখলে নিতে চায়।