০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ওয়াকফ ষ্টেট’র সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের অভিযোগ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০১:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / ১৮৪ বার পড়া হয়েছে

বরিশালে ওয়াকফ ষ্টেট’র সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। গত শুক্রবার প্রকাশ্য বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার এলাকার ওই সম্পত্তিতে দিনের বেলাতেই এ স্থাপনা নির্মানের চেষ্টা চালান স্থানীয় সালাম ফকির ও তার পুত্র নজরুল ফকির। স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ৮৮ বছর পূর্বে স্থাণীয় হাতেম আলী কাজী কাগাশুরা বাজার এলাকায় জেল এল ২৯ নং কাগাশুরা মৌজার সাবেক আর এস খতিয়ানের ৩৬২ ও ৩৩৪, ৩৪৬, ৩৬০, ৪২২, ৪২৪, ৪২৫, ৪২৬, ৪৩২, ৪৩৩ ও ৪৪৭ নং দাগের এস এ খতিয়ান নং ১৬৬ এস এ দাগ নং ৩৩৪, ৩৪৬, ৩৬০, ৪২২, ৪২৪, ৪২৫, ৪২৬, ৪৩২, ৪৩৩ ও ৪৪৭ নং দাগের যার বি এস খতিয়ান নং ৫৭৯, বিএস দাগ ২৮০, ৩১৮, ৩৫৮, ৬৬৩, ৬৬৪, ৬৬৫, ১২২০, ১২২২, ১২২৪, ১২৫৫ ও ১৪১৩ নং দাগের মোট ২ একর ৭২ শতাংশ জমি ১৯৩৬ সালে ১৭২২ নং খাজনা ডিক্রি জারীর মাধ্যমে ০৫/০২/১৯৩৭ সালে আদালতের মাধ্যমে দখল গ্রহন করে। যা তিনি তার জীবদ্দর্শায় ওয়াকফ ষ্টেট করে যান। কিন্তু হাতেম আলী কাজীর মৃত্যুর পর স্থাণীয় আব্দুস সালাম ফকির ওয়াকফ ষ্টেটের সম্পত্তি আত্মসাৎ করার পাশাপশি ওয়াকফ ষ্টেটের নাম পরিবর্তনের জন্য ভুয়া জাল জালিয়াতী কাগজপত্রের মাধ্যমে ৫/১২/২০২২ সালে বরিশাল সিনিয়র সহ: জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ১১০৮/২১। ওই মামলার প্রেক্ষিতে হাতেম আলী ওয়াকফ ষ্টেট’র বর্তমান দায়িত্বে থাকা কাজি নুরুল হুদা ওই ষ্টেট রক্ষায় চলতি বছরে ১৪৪ ধারায় বরিশাল সিনিয়র সহ: জজ আদালতে মামলার একটি আবেদন করেন। যার শুনানির দিন ধার্য্য করা হয় আগামী ২৪/০৬/২০২৪। কিন্তু ওই রায় শুনানীর পুর্বেই সালাম ফকির ও তার ছেলে নজরুল ফকির- হাতেম আলী ষ্টেট এর সম্পত্তিতে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সালাম ফকির ও তার ছেলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে হাতেম আলী ওয়াকফ ষ্টেট’র বর্তমান দায়িত্বে থাকা কাজি নুরুল হুদার ভাতিজা কাজি রিপন জানান, আমাদের পূর্বে হাতেম আলী ওয়াকফ ষ্টেট’র দায়িত্ব ছিলেন আব্দুস সালাম ফকির। কিন্তু তিনি রক্ষকের দায়িত্বে থাকাবস্থায় সকল কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে ওই সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখিত ওয়াকফ সম্পত্তি যাতে করে বেহাত না হয় তার তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে ওয়াকফ ষ্টেট’র সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের অভিযোগ

আপডেট সময় : ০১:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

বরিশালে ওয়াকফ ষ্টেট’র সম্পত্তিতে অবৈধভাবে স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে। গত শুক্রবার প্রকাশ্য বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার এলাকার ওই সম্পত্তিতে দিনের বেলাতেই এ স্থাপনা নির্মানের চেষ্টা চালান স্থানীয় সালাম ফকির ও তার পুত্র নজরুল ফকির। স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ৮৮ বছর পূর্বে স্থাণীয় হাতেম আলী কাজী কাগাশুরা বাজার এলাকায় জেল এল ২৯ নং কাগাশুরা মৌজার সাবেক আর এস খতিয়ানের ৩৬২ ও ৩৩৪, ৩৪৬, ৩৬০, ৪২২, ৪২৪, ৪২৫, ৪২৬, ৪৩২, ৪৩৩ ও ৪৪৭ নং দাগের এস এ খতিয়ান নং ১৬৬ এস এ দাগ নং ৩৩৪, ৩৪৬, ৩৬০, ৪২২, ৪২৪, ৪২৫, ৪২৬, ৪৩২, ৪৩৩ ও ৪৪৭ নং দাগের যার বি এস খতিয়ান নং ৫৭৯, বিএস দাগ ২৮০, ৩১৮, ৩৫৮, ৬৬৩, ৬৬৪, ৬৬৫, ১২২০, ১২২২, ১২২৪, ১২৫৫ ও ১৪১৩ নং দাগের মোট ২ একর ৭২ শতাংশ জমি ১৯৩৬ সালে ১৭২২ নং খাজনা ডিক্রি জারীর মাধ্যমে ০৫/০২/১৯৩৭ সালে আদালতের মাধ্যমে দখল গ্রহন করে। যা তিনি তার জীবদ্দর্শায় ওয়াকফ ষ্টেট করে যান। কিন্তু হাতেম আলী কাজীর মৃত্যুর পর স্থাণীয় আব্দুস সালাম ফকির ওয়াকফ ষ্টেটের সম্পত্তি আত্মসাৎ করার পাশাপশি ওয়াকফ ষ্টেটের নাম পরিবর্তনের জন্য ভুয়া জাল জালিয়াতী কাগজপত্রের মাধ্যমে ৫/১২/২০২২ সালে বরিশাল সিনিয়র সহ: জজ আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং ১১০৮/২১। ওই মামলার প্রেক্ষিতে হাতেম আলী ওয়াকফ ষ্টেট’র বর্তমান দায়িত্বে থাকা কাজি নুরুল হুদা ওই ষ্টেট রক্ষায় চলতি বছরে ১৪৪ ধারায় বরিশাল সিনিয়র সহ: জজ আদালতে মামলার একটি আবেদন করেন। যার শুনানির দিন ধার্য্য করা হয় আগামী ২৪/০৬/২০২৪। কিন্তু ওই রায় শুনানীর পুর্বেই সালাম ফকির ও তার ছেলে নজরুল ফকির- হাতেম আলী ষ্টেট এর সম্পত্তিতে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত সালাম ফকির ও তার ছেলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে হাতেম আলী ওয়াকফ ষ্টেট’র বর্তমান দায়িত্বে থাকা কাজি নুরুল হুদার ভাতিজা কাজি রিপন জানান, আমাদের পূর্বে হাতেম আলী ওয়াকফ ষ্টেট’র দায়িত্ব ছিলেন আব্দুস সালাম ফকির। কিন্তু তিনি রক্ষকের দায়িত্বে থাকাবস্থায় সকল কাগজপত্র জালজালিয়াতির মাধ্যমে ওই সম্পত্তি আত্মসাতের চেষ্টা চালিয়েছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখিত ওয়াকফ সম্পত্তি যাতে করে বেহাত না হয় তার তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।