বরিশালে “এসো স্বদেশ গড়ি” এর উদ্যোগে পরিচ্ছনতা ও বৃক্ষরোপন কর্মসূচি

- আপডেট সময় : ১০:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪
- / ২৩৫ বার পড়া হয়েছে

রুপন কর অজিত: বরিশালে “এসো স্বদেশ গড়ি” সেচ্ছাসেবী সংগঠনের উদ্দোগে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২১ শে আগস্ট (বুধবার) সকাল ১০ টায় “এসো স্বদেশ গড়ি” সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যগে নগরীর নথুল্লাবাদ শিক্ষা বোর্ডের সামনের লেনটিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সচিব বরিশাল শিক্ষা বোর্ডের সচিব সোমনাথ মন্ডল, সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রিফাত, সাধারন সম্পাদক তাসনুভা আফরিন।
আরও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক ঐশি ইসলাম, প্রমিথি হালাদার, জুই, মারজান,নাজমুল, ইমা, রাব্বি,মাহাফুজ, রুবেল,নিরভ জাবির প্রমুখ।
সংগঠনটির সদস্যরা জানান, শিক্ষাবোর্ড এর সামনের লেনটি দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন ছিল পরবর্তীতে এসো স্বদেশ গড়ি সংগঠন এর সেচ্ছাসেবীরা ১৪ আগস্ট নিজ উদ্যোগে পুরা লেনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে। এসো স্বদেশ গড়ি সংগঠনের সেচ্ছাসেবীদের কাজে মুগ্ধ হয়ে বরিশাল শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান গাছ কিনে দিয়ে সহযোগিতা করেন। পরবর্তীতে দেবদারু, কৃষ্ণচূড়া, বকুল, অর্জুন,কাঠবাদাম, আমলকি, বিভিন্ন প্রজাতির গাছ মিলিয়ে মোট ৫০ পিচ গাছ রোপন করা হয় শিক্ষা বোর্ড থেকে সুরভী পেট্রোল পাম্প পর্যন্ত পুরা লেনটিতে।