০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ৩০ বার পড়া হয়েছে

স্থগিত থাকা সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) বিদ্যুতকেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে বরিশাল নগরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, এনজি আরোহীর নির্বাহী পরিচালক খোরশেদ আলম ও প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহজাদা।

বক্তারা বলেন, এলএনজি আমদানি, টার্মিনালের রিগ্যাসিফিকেশন এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, যা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে জীববৈচিত্র ধ্বংস হবে এবং কৃষি জমির ক্ষতি হবে। পাশাপাশি উচ্চ বিদ্যুৎ উৎপাদন খরচের কারণে জনগণকে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এগুলো আরও পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে।

তাই বক্তারা সব স্থগিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থায়ীভাবে বাতিল, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিবেশগত মূল্যায়ন এবং জনগণের মতামত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে এলএনজিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

স্থগিত থাকা সব তরলীকৃত প্রাকৃতিক গ্যাসভিত্তিক (এলএনজি) বিদ্যুতকেন্দ্র স্থায়ীভাবে বাতিলের দাবিতে বরিশাল নগরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ পরিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি)।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাবের সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী, এনজি আরোহীর নির্বাহী পরিচালক খোরশেদ আলম ও প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহজাদা।

বক্তারা বলেন, এলএনজি আমদানি, টার্মিনালের রিগ্যাসিফিকেশন এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে, যা দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু হলে জীববৈচিত্র ধ্বংস হবে এবং কৃষি জমির ক্ষতি হবে। পাশাপাশি উচ্চ বিদ্যুৎ উৎপাদন খরচের কারণে জনগণকে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। এগুলো আরও পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে।

তাই বক্তারা সব স্থগিত এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থায়ীভাবে বাতিল, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিবেশগত মূল্যায়ন এবং জনগণের মতামত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।