১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে আইনজীবীদের মানববন্ধন

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৬:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • / ৩৩৪ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর এবং শিক্ষকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুর ১২টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের জেলা জজ আদালতের প্রবেশদ্বারে এ কর্মসূচি পালিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মুনসুর আহমেদ, দিলিপ কুমার ঘোষ, হিরন কুমার দাস মিঠু, মজিবুর রহমান, কাইয়ুম খান কায়ছার, রফিকুল ইসলাম খোকন ও গোলাম সরেরায়ার রাজিব ও মামুন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং কয়েকজন ছাত্রকে মারধর করে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন তারা। অন্যথায় আইনজীবী সদস্যরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেন বক্তারা।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরিশালে আইনজীবীদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

বার্তা ডেস্ক ॥ বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর এবং শিক্ষকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুর ১২টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের জেলা জজ আদালতের প্রবেশদ্বারে এ কর্মসূচি পালিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি ফয়জুল হক ফয়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার মুন্সির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, মুনসুর আহমেদ, দিলিপ কুমার ঘোষ, হিরন কুমার দাস মিঠু, মজিবুর রহমান, কাইয়ুম খান কায়ছার, রফিকুল ইসলাম খোকন ও গোলাম সরেরায়ার রাজিব ও মামুন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর বরিশাল শহীদ অ্যাডভোকেট আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়ে হামলা ও ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এবং কয়েকজন ছাত্রকে মারধর করে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেন তারা। অন্যথায় আইনজীবী সদস্যরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে মানববন্ধনে হুঁশিয়ারি দেন বক্তারা।