বরিশালে অসময়ে বৃষ্টিতে নাগরিক জীবনে ছন্দপতন

- আপডেট সময় : ১০:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬ বার পড়া হয়েছে

বরিশালে অসময়ে বৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে হঠাৎ এক পশলা বৃষ্টিতে ছন্দপতন ঘটে নগর জীবনে। বৃষ্টির পর কিছুটা শীত অনুভূত হয়।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি নামে।
প্রায় র্অধ ঘণ্টার বৃষ্টিতে নাগরিক জীবনে দুর্ভোগের সৃষ্টি হয়। বৃষ্টির পর কিছুটা শীত অনুভূত হয়।
বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ জানান, বুধবার বিকেলে ১৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। সন্ধ্যায় বরিশালের বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৪ ভাগ।
আবহাওয়ার পূর্বাভাসের উদ্ধৃতি দিয়ে বশির আহমেদ জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বিভিন্ন জায়গায় দমকা হওয়া সহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে।
আগামী দুই দিন (বৃহস্পতি ও শুক্রবার) বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে দমকা হওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেন তিনি।