বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যানের ইন্তেকাল

- আপডেট সময় : ০৪:২৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ২১৩ বার পড়া হয়েছে

বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীকে সোমবার ভোরে অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাইহে রাজেউন। উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করছিলেন। রোববার দুপুরে জ্বর নিয়ে তিনি ঢাকার ভাড়া বাসায় যান। সেখানে ভোরের দিকে বেশি অসুস্থ হয়ে পরলে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুইবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ৭২ বছর বয়সি বেলায়েত হোসেন স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য অঅত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পঙ্কজ নাথের অনুসারী ছিলেন।
উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালীর প্রথম নামাজে জানাজা বাদ জোহর উপজেলা চত্বরে অনুষ্ঠানের পরে দ্বিতীয় জানাজা বাদ আসর গুয়াবাড়িয়ায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাকে গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।