বরিশালের ছয়টি আসনে ১৩ জন ম্যাজিষ্ট্রেট নিয়োগ

- আপডেট সময় : ০৬:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ২৪২ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক ॥ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য বরিশাল জেলার ছয়টি আসনে ১৩ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব আবদুস সালাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, ভোট গ্রহনের আগের ও পরের দুইদিন এবং ভোট গ্রহনের দিন মিলিয়ে মোট পাঁচদিন ম্যাজিষ্ট্রেটরা নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে বরিশাল-১ আসনের গৌরনদী উপজেলায় বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান, আগৈলঝাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা সুমি, বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট খোকন হোসেন, বানারীপাড়ায় জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রেনেসা খান, বরিশাল-৩ আসনের মুলাদী উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমাইয়া রেজবী মৌরী, বাবুগঞ্জ উপজেলায় মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আল ফয়সাল, বরিশাল-৪ আসনের মেহেন্দীগঞ্জ উপজেলায় মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আবদুল আলিম, হিজলা উপজেলায় সহকারী জজ নজরুল ইসলাম, বরিশাল-৫ আসনে সিটি এলাকার ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জহির উদ্দিন, ১৬ থেকে ৩০ নম্বর ওয়ার্ডে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাবিবুর রহমান চৌধুরী, বরিশাল সদর উপজেলায় জেলা লিগ্যাল এইড অফিসার রেজওয়ানা আফরীন, বরিশাল-৬ আসনের জন্য বিদ্যুৎ আদালতের ম্যাজিষ্ট্রেট গৌতম কুমার ঘোষ এবং জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাহফুজুর রহমানকে নিয়োগ প্রদান করা হয়েছে।