১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ৯৮ বার পড়া হয়েছে

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজন ও ডিবি পুলিশ দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা।

জানা গেছে, গত ১৪ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনা ডিবির ওসি বশিরুল আলম বলেন, একটি পুরাতন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গত ১৪ আগস্টের দায়ের করা একটি মামলার তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পৌরশহরের উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলায় পুলিশ তিনজন ও ডিবি দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার পাঁচ আসামিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় : ০৪:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বিসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজন ও ডিবি পুলিশ দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি, ১০ নম্বর নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মাস্টার ও ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতা।

জানা গেছে, গত ১৪ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা করা হয়। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

বরগুনা ডিবির ওসি বশিরুল আলম বলেন, একটি পুরাতন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গত ১৪ আগস্টের দায়ের করা একটি মামলার তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পৌরশহরের উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি মামলায় পুলিশ তিনজন ও ডিবি দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার পাঁচ আসামিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।