১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্ছিত করলেন যুবদল নেতা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০২:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০৩ বার পড়া হয়েছে

বরগুনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদকে (কালা রশিদ) যুবদল নেতা ইফতেখার আলম শাওন মোল্লার হাতে লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পর থেকেই বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিওটি ছড়িয়ে পরলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। যুবদল নেতা শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে।

৩ মিনিট ৪২ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা শাওন মোল্লা বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃদ্ধ মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবদুর রশিদকে চোর, ডাকাত উপাধি দিয়ে হেনস্থা করতে থাকেন। একপর্যায়ে কমান্ডার রশিদের চোখের চশমা খুলে পিচ ঢালাই রাস্তায় সজোরে আছাড় মারেন। এ সময় নিজের চশমা তুলতে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদের মাথায় ও ঘাড়ে থাপ্পড় মারেন। পরে চলে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি-ধমকি দিতে থাকেন শাওন মোল্লা।

 

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবদুর রশিদ বলেন, আমি মুরব্বি মানুষ, আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাঞ্ছিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।

যুবদল নেতা ইফতেখার আলম শাওন মোল্লা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম মনিকে নিয়ে কটূক্তি করায় তার সঙ্গে এমনটি করা হয়েছে। ভিডিওর বিষয়টি কেউ ঘটনার প্রথম থেকে ভিডিও করেনি। এক শ্রেণির লোক মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে।

বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এ বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবেই কাম্য নয়।

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরগুনায় মুক্তিযোদ্ধা কমান্ডারকে লাঞ্ছিত করলেন যুবদল নেতা

আপডেট সময় : ০২:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

বরগুনায় সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদকে (কালা রশিদ) যুবদল নেতা ইফতেখার আলম শাওন মোল্লার হাতে লাঞ্ছিত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পর থেকেই বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ভিডিওটি ছড়িয়ে পরলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। যুবদল নেতা শাওন মোল্লা বরগুনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার ছেলে।

৩ মিনিট ৪২ সেকেন্ডের ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যুবদল নেতা শাওন মোল্লা বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃদ্ধ মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবদুর রশিদকে চোর, ডাকাত উপাধি দিয়ে হেনস্থা করতে থাকেন। একপর্যায়ে কমান্ডার রশিদের চোখের চশমা খুলে পিচ ঢালাই রাস্তায় সজোরে আছাড় মারেন। এ সময় নিজের চশমা তুলতে গেলে মুক্তিযোদ্ধা কমান্ডার রশিদের মাথায় ও ঘাড়ে থাপ্পড় মারেন। পরে চলে যাওয়ার সময় অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি-ধমকি দিতে থাকেন শাওন মোল্লা।

 

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবদুর রশিদ বলেন, আমি মুরব্বি মানুষ, আমাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লাঞ্ছিত করা হয়েছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।

যুবদল নেতা ইফতেখার আলম শাওন মোল্লা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আলহাজ নুরুল ইসলাম মনিকে নিয়ে কটূক্তি করায় তার সঙ্গে এমনটি করা হয়েছে। ভিডিওর বিষয়টি কেউ ঘটনার প্রথম থেকে ভিডিও করেনি। এক শ্রেণির লোক মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ফায়দা লুটতে চাইছে।

বরগুনা জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, এ বিষয়টি অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবেই কাম্য নয়।