বরগুনায় প্রেম মেনে না নেওয়ায় প্রেমিকের মাকে গলা কেটে হত্যাচেষ্টা

- আপডেট সময় : ০১:৪৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
- / ৯০ বার পড়া হয়েছে

বরিশালের মুলাদীতে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় প্রেমিকের মায়ের গলা কেটে হত্যাচেষ্টা করেছে এক তরুণী। রোববার রাত ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের পৈক্ষা গ্রামের আলতাফ সিকদারের বাড়িতে তার স্ত্রী নুরুন্নাহারকে হত্যাচেষ্টা করা হয়।
এ ঘটনায় অভিযুক্ত তরুণী ইয়াসমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
ইয়াসমিন (১৯) পার্শ্ববর্তী হিজলা উপজেলার হরিণাথপুর গ্রামের ফারুক সরদারের মেয়ে। তিনি রোববার সন্ধ্যার পরে কোনো এক সময় আলতাফ সরদারের ঘরে ঢুকে লুকিয়ে থাকে এবং রাতে এক সহযোগীকে নিয়ে হত্যাচেষ্টা চালায়। এ সময় কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আলতাফ সিকদার বাদী হয়ে ওই তরুণীসহ ২ জনকে আসামি করে রোববার দুপুরে মুলাদী থানায় মামলা করেছেন।
অপরদিকে ওই ঘটনায় গাছুয়া ও চরকালেখান ইউনিয়নে ডাকাতির গুজব ছড়িয়ে পড়ে। বিভিন্ন মসজিদের মাইকে ডাকাতের আক্রমণ হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। ফলে সাধারণ মানুষ লাঠিসোটা নিয়ে রাত জেগে নিজ নিজ এলাকা পাহারা দেন।
মামলা ও স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে আলতাফ সিকদারের ছেলে আফজালের (২০) সঙ্গে ইয়াসমিনের পরিচয় ও প্রেমের সম্পর্ক হয়। এক মাস আগে বিষয়টি জানাজানি হলে আফজালের মা নুরুন্নাহার প্রেমের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান এবং ইয়াসমিনকে যোগাযোগ করতে নিষেধ করেন। প্রায় ১৫-২০ দিন ধরে আফজাল মায়ের কথামতো ইয়াসমিনের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং মোবাইল নম্বর পরিবর্তন করে।
রোববার সন্ধ্যার পরে ইয়াসমিন তার সহযোগী ফজলে রাব্বীকে নিয়ে গোপনে পৈক্ষা গ্রামে যান এবং সবার অলক্ষ্যে আলতাফ সিকদারের ঘরে ঢুকে নুরুন্নাহারের কক্ষে খাটের নিচে লুকিয়ে থাকে। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে বের হয় এবং দরজা খুলে সহযোগীকে ঘরে নেয়। তারা নুরুন্নাহারের মুখে বালিশ চেপে ধরে এবং ধ্বস্তাধস্তির একপর্যায়ে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে। ভয়ে আলতাফ সিকদারের মেয়ে মোসা. পাখি ডাকাত বলে ডাকচিৎকার দিলে তাকেও মারধর করে আহত করে ইয়াসমিনের সহযোগী। পরে স্থানীয়রা এসে নুরুন্নাহারকে উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করেন এবং ইয়াসমিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই সময় ফজলে রাব্বী একজনকে মেরে জখম করে পালিয়ে যায়।
এ ব্যাপারে মুলাদী থানার ওসি মো. জাকারিয়া বলেন, রাতে ঘরে ঢুকে এক তরুণী প্রেমিকের মায়ের গলা কেটে হত্যাচেষ্টা করেছেন। ওই ঘটনায় মামলা হয়েছে এবং আটক তরুণীকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।