মামলা সূত্রে জানা যায়, বুধবার সকালে ধারালো দা, রামদা ও লাঠিসোঁটা নিয়ে গিয়ে মিল্টনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন তুহিন। মিল্টন চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে ব্যাপক মারধর ও দোকান ভাঙচুর করে তিন লাখ টাকার মাল লুট করেন তুহিন ও তার সহযোগীরা।
০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
- আপডেট সময় : ০৩:২৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
- / ১১০ বার পড়া হয়েছে

বাকি আসামিরা হলেন আমতলী সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিমু আকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল আকন, উপজেলা যুবদলের ১ নম্বর সদস্য সামসু চৌকিদার ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাকিব।
আদালতের বিজ্ঞ বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে পাঁচ আসামির বিরুদ্ধে আমতলী থানাকে এজহার গ্রহণের নির্দেশ দেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তুহিন বলেন, ‘চাঁদা দাবি, ঘর ভাঙচুর, মালামাল ও নগদ টাকা লুট কোনোটিই আমি করিনি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, ‘আদালতের আদেশ আমরা এখনো হাতে পাইনি। হাতে পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’