০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

বরিশাল সংবাদ বার্তা কক্ষ
  • আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / ১৫২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। পরে ডৌয়াতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বামনা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইয়াসির আরাফাত তালুকদার ও সহসভাপতি মনির মৃধা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস জীবনের ঝুঁকি নিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। যার সম্মান স্বরূপ আমাদের সন্তানদের চাকরিতে কোটা দিয়েছে সরকার। এই কোটা বাতিলের অযৌক্তিক আন্দোলনের বিষবৃক্ষ রোপণ করা হয়েছে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের ভেতর। এরা কোটা আন্দোলনের ভিতরে সরকার পতনের আন্দোলন চালাচ্ছে।

দরকার হলে আবার ১১টি সেক্টরে দেশ ভাগ করে পুনরায় আমরা যুদ্ধ শুরু করব। তবুও এই বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি হতে দেব না।

ট্যাগস :

Add

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

Barisal Sangbad

বরিশাল সংবাদের বার্তা কক্ষে আপনাকে স্বাগতম।

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

বরগুনায় কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। পরে ডৌয়াতলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে পাদদেশে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বামনা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ইয়াসির আরাফাত তালুকদার ও সহসভাপতি মনির মৃধা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৯ মাস জীবনের ঝুঁকি নিয়ে আমরা এ দেশ স্বাধীন করেছি। যার সম্মান স্বরূপ আমাদের সন্তানদের চাকরিতে কোটা দিয়েছে সরকার। এই কোটা বাতিলের অযৌক্তিক আন্দোলনের বিষবৃক্ষ রোপণ করা হয়েছে এ দেশের সাধারণ শিক্ষার্থীদের ভেতর। এরা কোটা আন্দোলনের ভিতরে সরকার পতনের আন্দোলন চালাচ্ছে।

দরকার হলে আবার ১১টি সেক্টরে দেশ ভাগ করে পুনরায় আমরা যুদ্ধ শুরু করব। তবুও এই বাংলাদেশে কোনো অরাজকতা সৃষ্টি হতে দেব না।